Page 1 of 1

BCS Preparation in a short time

PostPosted: Sun Dec 04, 2016 11:18 pm
by admin
BCS preparation in a short time
অল্প সময়ের দ্রুত প্রস্তুতি (প্রসঙ্গঃ প্রিলি)
(সতর্কবাণীঃ সময় যাদের কম, তাদের জন্য ফাঁকিবাজি প্রস্তুতি)
:

________________
যারা দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিচ্ছেন কিংবা যারা প্রচুর সময় দিয়ে পড়তে পারেন, তারা এ লেখাটি পড়বেন না। এ লেখাটি শুধু তাদের জন্য যারা চাকরির পাশাপাশি প্রস্তুতি নিচ্ছে বা মাস্টার্সের পাশাপাশি প্রস্তুতি নিচ্ছেন কিংবা যারা প্রস্তুতি নেওয়ার জন্য পর্যাপ্ত সময় পাননি।
:
যদি আপনি চাকরিজীবী, মাস্টার্সে অধ্যয়নরত শিক্ষার্থী বা কম সময় পাওয়া প্রার্থী হোন, তবে যদি আপনি ভেবে থাকেন এই প্রস্তুতি দিয়ে প্রিলিতে কোয়ালিফাই হওয়া যাবেনা, তবে আপনাকেই বলছি হতাশ না হয়ে কিছু বিশেষ কৌশলে প্রস্তুতি নিন। পরীক্ষা দেওয়ার আগেই আপনি কিভাবে নিশ্চিত হলেন যে আপনি টিকবেন না? যেহেতু আপনার সময় কম সুতরাং আপনি পড়াটাকে কিছুটা শর্টকাট করুন। যারা প্রচুর সময় দিয়ে পড়ছে তাদের দেখে আফসোস না করে স্বল্প সময়ে নিজের প্রস্তুতি একটু হলেও নেয়ার চেষ্টা করুন।
:
কী কী পড়বেন? গণিত ও ইংরেজি নিয়মিত করুন। প্রশ্ন সহজ কঠিন যাই হোক এই ২টা টপিকে নিয়মের বাইরে প্রশ্ন হবে না। অর্থাৎ নিয়ম জানা থাকলে গ্রামার ও অংকে অনেক মার্কস আনতে পারবেন। বিজ্ঞান, ইংরেজি সাহিত্য ও মানসিক দক্ষতা শুধু বিগত বছরের প্রশ্নগুলো পড়ুন। ইতিহাসে আধুনিক ভারত ভাল করে পড়ুন,কারণ এ অংশ থেকে পড়লেই কমন পাবেন। সব মুখস্থ করার সময় নেই, তাই এই কাজটিই স্বল্প সময়ে করুন।
:
সংবিধান ভাল করে পড়লে ২/৩ দিনেই পুরো টপিক শেষ করতে পারবেন এবং নিশ্চিতভাবেই আপনার পড়া অংশ থেকেই আসবে। এভাবে সাধারণ জ্ঞানের বিভিন্ন টপিক শেষ করুন। সাধারণ জ্ঞান পড়া থাকলে ভুগোল না পড়লেও চলবে। নৈতিকতা, মুল্যবোধ ও সুশাসন এর জন্য পড়া মানেই আপনার সময় নষ্ট করা হবে, তাই এটিও পড়বেন না। আর।অবশ্যই জব সলিউশন পড়তে যেন ভুল না হয়। এভাবে প্রস্তুতি নিলে হয়তো প্রিলির ভাগ্যটা আপনার হতাশা থেকে সাফল্যের দিকেও মোড় নিতে পারে। পরীক্ষার ২০ দিন আগে আপনার ব্যস্ততা কমিয়ে অন্তত একটা ডাইজেস্ট শেষ করার চেষ্টা করবেন।
:
পরীক্ষায় কিছু ভোকাবুলারি আসে। তাই বলে আপনি ভোকাবুলারি মুখস্থ করতে বসবেন না। কারণ ১হাজার ভোকাবুলারি শিখে আপনি একটাও কমন না পেতে পারেন। কিন্তু ঐ সময়ে যদি আপনি জেনেরাল নলেজ পড়েন তবে নিশ্চিত করেই বলছি আপনি কিছু প্রশ্ন হলেও কমন পাবেন।
:
সতর্কীকরণঃ আগেই বলেছি এটি শুধু তাদের জন্য যাদের সময় কম। তবে যাদের পর্যাপ্ত সময় আছে তারা এ নিয়ম না মেনে সব বিস্তারিত পড়ে যান।

Fatal: ./cache/ is NOT writable.