• Home /Exam Details (QP Included) / Preliminary Exam / Indian Polity & Economy / ইকনমির কন্সেপ্ট – Indian Tax System (Basics) – W.B.C.S. Examination.
  • ইকনমির কন্সেপ্ট – Indian Tax System (Basics) – W.B.C.S. Examination.
    Posted on June 18th, 2020 in Indian Polity & Economy
    Tags: , ,

    ইকনমির কন্সেপ্ট – Indian Tax System (Basics) – W.B.C.S. Examination.

    By Dipayan Ganguly, WBCS Gr A

    Tax বা কর বলতে পাবলিকের ঘাড় ভেঙে বা পকেট মেরে যে টাকা আদায় করা হয়, সেটাকে বোঝায়।Continue Reading ইকনমির কন্সেপ্ট – Indian Tax System (Basics) – W.B.C.S. Examination.

    সরাসরি চাকু দেখিয়ে যখন আম আদমির ঘাড় ভাঙা হয়, তখন সেই সমস্ত করকে Direct Tax বলে। অর্থাৎ করের আপতন এবং প্রভাব সরাসরি একজনের ওপর যখন পড়ে, তখন সেটা হয়ে যায় Direct Tax। উদাহরণ – Income tax, Corporate tax এবং Wealth tax

    যখন পকেটমার দোকানদারদের দিয়ে পাবলিকের মানিব্যাগ খালি করিয়ে দেওয়া হয়, তখন সেই করকে বলে Indirect tax
    এখানে আপতন দোকানদারের ওপর হলেও প্রভাবটা সেই আম আদমির ওপর চাপিয়ে দেওয়া হয়ে থাকে। উদাহরণ- Excise, Customs duty, Sales Tax, আর এখন মার্কেটে হটকেক GST

    Progressive tax কি?

    এর মানে হল- যার ওপর ভিত্তি করে তুমি কর আদায় করছ, সেটা যত বাড়বে তত বেশি হারে কর দিতে হবে। কি রকম? ধর আয়করের ক্ষেত্রে তোমার একটা taxable income কষে বের করা হল। এর ওপর তোমাকে কর গুণতে হবে। ধর এটা যার ৫ লক্ষ হবে, তাকে ১০ শতাংশ হারে কর দিতে হবে। যার ১০ লক্ষ হবে, তাকে ২০ শতাংশ হারে কর দিতে হবে। যার ১০ লক্ষের বেশি হবে, তাকে ৩০ শতাংশ হারে ঘাড় ভাঙাতে হবে। এটা করার কারণ কি? সংবিধানেই বলা আছে যে রাষ্ট্রের সম্পদের ভাগ বাঁটোয়ারা এমন ভাবে করতে হবে যাতে কোথাও concentration of wealth না দেখা দেয়। কাজেই সংসার চালানোর পরে যা বাকি থাকবে, তা কর দিতে দিতেই ‘উড়ো খই গোবিন্দায় নমঃ’

    Regressive tax কি ?

    এটা হল Progressive tax এর উল্টো। অর্থাৎ বড়লোকের পকেট মেরে খুচরোটা নিয়ে নাও কিন্তু গরিবের মানিব্যাগটাই হাপিস করে দাও। ধর তুমি সাইকেল কিনতে গেলে, সেখানে ১৪ শতাংশ হারে কর দিতে হল। এদিকে তুমি চারচাকা কিনতে গেলে, সেখানে কর গুণতে হল ৫ শতাংশ হারে।
    কিন্তু এটা কেন করা হয়? কমদামী জিনিসের ব্যবহার বেশি, কাজেই বেশি হারে কর না চাপালে তো খুচরো পয়সা বাদে কিছুই জুটবে না। আর যে সব জিনিসের দাম বেশি, আবার লোকেও খুব বেশি কেনে না, সেইগুলোর ওপর বেশি হারে কর বসালে তো বিক্রিবাটা বন্ধ হয়ে যাবে।

    উদাহরণ- Excise, Customs duty

    Proportional Tax কি?

    যার ওপর কর নেওয়া হবে, তার ওপর একটা নির্দিষ্ট হার বসানো হল। জিনিসটার দাম যত বাড়বে, করের পরিমাণ তত বাড়বে তবে করের হার এক থাকবে। এই ধরণের করকে বলে Proportional Tax
    অর্থাৎ মুড়ি মিছরি এক দর। এক্ষেত্রে কে বড়লোক আর কে গরিব, সেটা দেখা হয় না, কারও উপার্জন সেই সমীকরণের আওতায় আসে না। এক দিক থেকে এটাও একপ্রকার Regressive tax
    উদাহরণ- সেকালের Sales tax

    Estate duty কি?

    আমাদের দেশে একসময় মরতে গেলেও টাকা লাগত। অর্থাৎ পটল শুধু কিনতে নয়, তুলতেও পয়সা ছাড়তে হত। এই কারণে একে death tax ও বলা হত। অর্থাৎ কারও মৃত্যুর সময় তার ধনসম্পত্তি কত আছে তার বাজারমূল্যের হিসাব কষে একটা কর নেওয়া হত। ১৯৫৩ সালে এই অদ্ভূত কর নেওয়া শুরু হয়, অবশ্য ১৯৮৫ সালে এটা তুলে নেওয়া হয়।

    Gift Tax কি ?

    তুমি কাউকে কিছু উপহার দিতে চাও? ঘাবড়িও না, তোমকে কর দিতে হবে না। তবে যে উপহার বা দান গ্রহণ করছে তাকে কর গুণতে হবে। ১৯৬১ এর Income tax Act অনুযায়ী বছরে ৫০০০০/- এর বেশি টাকা দান হিসাবে পেলে তোমাকে কর দিতে হবে। সে একজন তোমাকে এই টাকা দান করুক অথবা দশজন মিলে।

    Fringe benefit tax কি?

    ধর তুমি একটা কোম্পানিতে চাকরি করছ। কোম্পানি তোমাকে মাস মাইনে ছাড়াও ধর Leave travel concession (LTC) দিল, বা ফোনের বিল মেটালো, অথবা দু চারটে শেয়ার দিয়ে তোমাকে খুশি করে ধরে রাখার চেষ্টা করল। এইগুলিকে বলা হয় Fringe benefit, কাজেই কর দাও। এক্ষেত্রে কর দেবে কে? Fringe benefit দিয়ে মূল লাভটা যার। অর্থাৎ কোম্পানির। অবশ্য এর করের আওতায় যা যা পড়ছে, তা অনেকবার যোগ বিয়োগ হয়েছে।কোম্পানি তার কর্মচারীদের নানারকম Perks, munch ba Cadbury দিয়ে যে লোভ দেখায়, তার ওপর কর গুণবার জন্য কর্মচারীদের মূল বেতন কম দেওয়া হয়। বিশেষ করে Advertising agencies এর ওপর এই করের বোঝা বেড়ে যায় কারণ এই সমস্ত কোম্পানি তাদের কর্মচারীদের Perks টাই বেশি দেয়। দেশের রাঘব বোয়ালেরা advertising এবং marketing expenses কে এর আওতার বাইরে রাখার প্রস্তাব দিয়েছে।

    Please subscribe here to get all future updates on this post/page/category/website

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

     WBCS Foundation Course Classroom Online 2024 2025 WBCS Preliminary Exam Mock Test WBCS Main Exam Mock Test WBCS Main Language Bengali English Nepali Hindi Descriptive Paper