• Home /Exam Details (QP Included) / Preliminary Exam / Indian Polity & Economy / পলিটির কন্সেপ্ট – সংবিধানের ১০২ এবং ১০৩ ধারা – Indian Polity – W.B.C.S. Exam.
  • পলিটির কন্সেপ্ট – সংবিধানের ১০২ এবং ১০৩ ধারা – Indian Polity – W.B.C.S. Exam.
    Posted on June 16th, 2020 in Indian Polity & Economy
    Tags: , ,

    পলিটির কন্সেপ্ট – সংবিধানের ১০২ এবং ১০৩ ধারা – Indian Polity – W.B.C.S. Exam.

    By Dipayan Ganguly, WBCS Gr A

    নেতা মন্ত্রীদের গদি দখলের জন্য আইন তো রয়েছে, তাহলে সেই গদি থেকে তাদের এক রকম সিংহাসনচ্যুত করার আইনটিও নিশ্চয় থাকা উচিত। সংবিধানের ১০২ এবং ১০৩ ধারায় এই নিয়ে ভারী শব্দ প্রয়োগ করা হয়েছে। এইগুলি কিঞ্চিৎ সহজ ভাষায় বোঝার চেষ্টা করা যাক।Continue Reading পলিটির কন্সেপ্ট – সংবিধানের ১০২ এবং ১০৩ ধারা – Indian Polity – W.B.C.S. Exam.

    Article 102 in The Constitution Of India 1949

    1. Disqualifications for membership

    (1) A person shall be disqualified for being chosen as, and for being, a member of either House of Parliament

    (a) if he holds any office of profit under the Government of India or the Government of any State, other than an office declared by Parliament by law not to disqualify its holder;

    — এর মানে হল কেন্দ্র বা রাজ্য সরকারের অধীনে কোনো বেতনভোগী নেতা-মন্ত্রী হতে পারবে না। আগে সেই পদ থেকে ইস্তফা দাও, তারপরে নেতা হও। গাছেরও খাব, তলারও কুড়োবো- এটি চলবে না।

    (b) if he is of unsound mind and stands so declared by a competent court;

    — কোর্টের বা আইনের চোখে তুমি যদি পাগলা দাশু হয়ে যাও তাহলে তো___

    (c) if he is an undischarged insolvent;

    টাকা ধার নিয়েছ অথচ শোধ দেওয়ার ক্ষমতা নেই? সংসার চালাতে পার না, দেশ কি চালাব অর্থাৎ দেনার দায়ে উলঙ্গ রাজা হলে চলবে না।

    (d) if he is not a citizen of India, or has voluntarily acquired the citizenship of a foreign State, or is under any acknowledgement of allegiance or adherence to a foreign State;

    — ভারতীয় হয়ে ট্রাম্পের দাক্ষিণ্যে আমেরিকার নাগরিক হয়ে গুড় খাবে সে চলবে না। অবশ্য তুমি বছরে কতবার বিদেশ ভ্রমণ করতে পারবে সে বিষয়ে কিছু বলা নেই। কাজেই বোলো তারা রা রা___

    (e) if he is so disqualified by or under any law made by Parliament Explanation— For the purposes of this clause a person shall not be deemed to hold an office of profit under the Government of India or the Government of any State by reason only that he is a Minister either for the Union or for such State

    — অর্থাৎ আইনসভায় দুম করে নতুন একটা আইন তৈরি হল নেতাগিরি ঘোচানোর জন্য, সেটি বহাল থাকবে। অর্থাৎ আইনসভা কাগজে কলমে যা খুশি তাই করতে পারে। দাগী আসামীদের কেসটি মনে আছে নিশ্চয়।

    (2) A person shall be disqualified for being a member of either House of Parliament if he is so disqualified under the Tenth Schedule—

    Anti defection এর আইনটি নিশ্চয় জানা আছে। অর্থাৎ বাঁদরের মত এক ডাল থেকে আরেক ডাল করতে পারবে না। এর মানেই হল ডাল মে কুছ কালা হ্যায়।

    Article 103 in The Constitution Of India 1949

    1. Decision on questions as to disqualifications of members

    (1) If any question arises as to whether a member of either House of Parliament has become subject to any of the disqualifications mentioned in clause ( 1 ) of Article 102, the question shall be referred for the decision of the President and his decision shall be final —

    অর্থাৎ আগের ধারা অনুযায়ী যদি নেতাগিরির বৈধতা নিয়ে প্রশ্ন হয় তাহলে নেতার চাকরি বরখাস্ত করার সিদ্ধান্ত নেবেন কোম্পানির HR Department, থুড়ি আমাগো রাষ্ট্রপতি।

    (2) Before giving any decision on any such question, the President shall obtain the opinion of the Election Commission and shall act according to such opinion

    — কোনো নেতাকে খেদিয়ে বিদায় করার আগে রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের সাথে পরামর্শ করবেন। অর্থাৎ ঘুরিয়ে ফিরিয়ে একজন আমলার হাতেই নেতার ভাগ্য থেকে যাচ্ছে। কাজেই নেতাদের ওপর আমলাতন্ত্রের দাদাগিরি ফলানোর সুযোগ আছে বৈকি।

    Please subscribe here to get all future updates on this post/page/category/website

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

     WBCS Foundation Course Classroom Online 2024 2025 WBCS Preliminary Exam Mock Test WBCS Main Exam Mock Test WBCS Main Language Bengali English Nepali Hindi Descriptive Paper