• Home /Exam Details (QP Included) / Preliminary Exam / Indian Polity & Economy / পলিটির কন্সেপ্ট – Types Of Majorities As Per The Indian Constitution – W.B.C.S. Exam.
  • পলিটির কন্সেপ্ট – Types Of Majorities As Per The Indian Constitution – W.B.C.S. Exam.
    Posted on June 18th, 2020 in Indian Polity & Economy
    Tags: , ,

    পলিটির কন্সেপ্ট – Types Of Majorities As Per The Indian Constitution – W.B.C.S. Exam.

    By Dipayan Ganguly, WBCS Gr A

    Majority মানে সংখ্যাগরিষ্ঠতা। আমাদের সংবিধানে Majority নিয়ে আলাদা কোনোও শ্রেণিবিভাগ নেই। তবে ধারাগুলি খুঁটিয়ে পড়লে মোটামুটি 4 টি ভাগে এদের ভাগ করা যায়- Absolute Majority, Effective Majority, Simple Majority and Special Majority ব্যাপারটা আর কিছুই নয়, সংসদে বা আইনসভায় বিল সংক্রান্ত ভোটাভুটির ফল নিয়ে experiment করবার জন্যই এসব নিয়ে মাথাব্যথা। তা, Absolute Majority কাকে বলে?Continue Reading পলিটির কন্সেপ্ট – Types Of Majorities As Per The Indian Constitution – W.B.C.S. Exam.

    এর মানে হল 50% of the total membership of the house এর চাইতে অন্তত একটি ভোট হলেও বেশি পাওয়া। মানে ক্রিকেটে দলের 15 জনের লিস্টে নাম থাকলেই হল। ধর লোকসভায় মোট 545 জন সদস্য। এদের 50% +1 অর্থাৎ 272+1=273 টি ভোট পেলেই সেটিকে Absolute Majority বলব। এটির প্রয়োজন কখন হয়? নির্বাচনের সময় কেন্দ্র বা রাজ্যে সরকার গঠনের সময়।
    Effective Majority কি?
    এর মানে হল 50% of the effective strength of the house এর চাইতে অন্তত একটি ভোট হলেও বেশি পাওয়া। অর্থাৎ ক্রিকেটে দলের 15 জনের লিস্টে নয়, সুযোগ পাওয়া 11 জন খেলোয়াড় এর মধ্যে থাকতে হবে। ধর রাজ্যসভায় 245 টি সিটের মধ্যে 25 টি সিট খালি পড়ে আছে। তাহলে effective strength হল 245-25= 220, এর 50%+1= 111 টি ভোট পেলেই সেটিকে Effective Majority বলব।
    এটির প্রয়োজন কখন হয়?
    যেহেতু এটা Effective, কাজেই effect প্রমাণ করতে এটিকে হাতিয়ার করা হয়। রাজ্যসভায় উপরাষ্ট্রপতিকে হঠানো অথবা স্পিকার এবং ডেপুটি স্পিকারকে হঠিয়ে দেওয়ার সময় তো ভোটাভুটি করতেই হবে। সেই সময় Effective Majority প্রয়োজন।
    Simple Majority কি?
    এর মানে হল 50% of the members present and voting এর থেকে অন্তত একটি ভোট হলেও বেশি পাওয়া। অর্থাৎ শুধু টিমে থাকলেই চলবে না, ব্যাটিংও করতে হবে। ধর লোকসভায় 545 জনের মধ্যে 45 জন অনুপস্থিত এবং উপস্থিত 100 জন ভোট দেবেন না। তাহলে সহজ ভাষায় 545-45-100= 400 জনের ভোট চোখে দেখতে পাব। এর 50%+1= 201 টি ভোট পেলেই কেল্লা ফতে।
    এটির প্রয়োজন কখন হয়?
    যে কোনো ordinary বা অর্থবিল পাশ করবার সময়, বিভিন্ন motion পাশ করবার সময়, লোকসভায় উপরাষ্ট্রপতিকে হঠানো (রাজ্যসভায় হঠানোর জন্য Effective Majority লাগবে) , জরুরী অবস্থা জারি, স্পিকার/ডেপুটি স্পিকার নির্বাচন, রাজ্য আইনসভায় সংবিধান সংশোধনী বিল পাশ করতে Simple Majority এর প্রয়োজন হয়।
    Special Majority কি?Absolute, effective আর simple majority বাদ দিলে তলানিতে যা পড়ে থাকে তাই হল Special Majority
    এটি চার রকমের হয়-
    Type 1- Article 249 অনুযায়ী 2/3rd members present and voting অর্থাৎ ব্যাটিং করতে থাকা দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা। ধর রাজ্যসভায় 245 জনের মধ্যে 210 জন ব্যাটিং করছে, তাহলে 2/3 × 210 + 1 = 141 টি ভোট প্রয়োজন। কেন্দ্র যদি রাজ্য তালিকায় আইন তৈরি করতে চায়, তখন সংসদে সেটি পাশ এইভাবেই করাতে হয়।
    Type 2- Article 368 অনুযায়ী 2/3rd members present and voting supported by more than 50% of the total strength of the house এর সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। ধর রাজ্যসভায় 245 জন সদস্য। এদের মধ্যে দুই তৃতীয়াংশকে ব্যাটিং তো করতেই হবে উপরন্তু 50%+1 সদস্যকে অর্থাৎ 123 জনকে কে সেই বিলকে সমর্থন করতেও হবে। পাতি বাংলায়, দুই তৃতীয়াংশের ব্যাটিং করলেই চলবে না, অর্ধেকের বেশি ব্যাটসম্যানকে সেঞ্চুরি হাঁকাতে হবে। তবেই তো সংবিধান সংশোধনী বিল পাশ হবে, হাই ও সুপ্রিম কোর্টের জজ/ মুখ্য নির্বাচনী আধিকারিক / CAG কে হঠানো যাবে।
    Type 3- Article 368 + 50 percent state ratification কে কাজে লাগানো। অর্থাৎ 2/3rd members present and voting supported by more than 50% of the state legislatures by a simple majority এর গেরো। সংসদে 2/3 rd majority নিয়ে পাশ করে অর্ধেক রাজ্য আইনসভাতেও simple majority নিয়ে পাশ করতে হবে। মানে দুই তৃতীয়াংশ ব্যাটসম্যানকে ব্যাটিং তো করতেই হবে উপরন্তু অর্ধেকের বেশি খেলোয়াড়কে বোলিং ও করতে হবে।
    National Judicial Appointments Commission এর বিলের সময় 29 টির মধ্যে 15 টি রাজ্যেকে বোলিং করে উইকেট নিতে হয়েছিল।
    Type 4- Article 61 অনুযায়ী 2/3rd members of the total strength of the house এর সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পাশ করা। অর্থাৎ লোকসভাতে special majority নিয়ে পাশ করতে হবে এবং রাজ্যসভাতেও special majority লাগবে। মানে দুই তৃতীয়াংশ ব্যাটসম্যানকে সেঞ্চুরি তো করতেই হবে এবং তাদেরকেই আবার বোলিং করে উইকেট নিতে হবে।
    এই রকম কঠিনভাবে কোন বিল পাশ হয়?
    দেশের রাষ্ট্রপতি কে হঠানোর সময় এটির প্রয়োজন হয়, অর্থাৎ একদম extreme case যাকে বলে।

    Please subscribe here to get all future updates on this post/page/category/website

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

     WBCS Foundation Course Classroom Online 2024 2025 WBCS Preliminary Exam Mock Test WBCS Main Exam Mock Test WBCS Main Language Bengali English Nepali Hindi Descriptive Paper