• Home /Exam Details (QP Included) / পলিটির কন্সেপ্ট — রাষ্ট্রপতি নির্বাচন – For W.B.C.S. Examination.
  • পলিটির কন্সেপ্ট — রাষ্ট্রপতি নির্বাচন – For W.B.C.S. Examination.

    By Dipayan Ganguly, WBCS Gr A
    সংবিধানের ৫২ নং ধারা অনুযায়ী দেশে যে একজন রাষ্ট্রপতি থাকবেন এবং তিনি ৫ বছরের জন্য বহাল থাকবেন, এমনটি বলা হয়েছে। একজন ভারতীয় যাঁর বয়স ৩৫ বছর বা তার বেশি, যিনি আইনসভার সদস্য হওয়ার যোগ্যতা রাখেন এবং যিনি কেন্দ্র বা রাজ্য সরকারের অধীনে বেতনভোগী নন— এই রকম একজন রাষ্ট্রপতি পদের প্রার্থী হওয়ার যোগ্য।Continue Reading পলিটির কন্সেপ্ট — রাষ্ট্রপতি নির্বাচন – For W.B.C.S. Examination.
     
    আমাদের তো আমেরিকার মতন Presidential সরকার নয়, বয়ং আগাগোড়া Parliamentary। আইনসভার সদস্যরা তো জনগণের দ্বারা সরাসরি নির্বাচিত হন, কিন্তু রাষ্ট্রপতি নির্বাচিত হন জনগণ কর্তৃক সরাসরি নির্বাচিত প্রার্থীদের দ্বারা। অর্থাৎ নেতা ও মন্ত্রীদের দ্বারা, যারা লোকসভা, রাজ্যসভা ও বিধানসভার সদস্য। তবে বিধান পরিষদ যেহেতু সব রাজ্যে নেই, তাই বিধান পরিষদের সদস্যরা ভোট দিতে পারবেন না। এছাড়া লোকসভার ২ জন নমিনেটেড Anglo Indian সদস্য ও রাজ্যসভার ১২ জন নমিনেটেড সদস্য ভোট দিতে পারবেন না। কেন? এদের কি জনগণ ভোটে জিতিয়েছিলেন যে এরা মাতব্বরী করবেন? এই পদ্ধতি অন্য নির্বাচনের মত ঢ্যাড়া পিটিয়ে হয় না, একে অপরকে গালাগালি দিয়ে হয় না, EVM এর দ্বারাও হয় না (কেবল একটি জায়গায় পঞ্চায়েত ভোটের সাথে এর মিল রয়েছে)। 
     
    ১) একজন MP, বা একটি রাজ্যের অথবা একজন MLA এর ভোটের মূল্য কত হয়। 
     
    ২) একাধিক প্রার্থী ভোটে দাঁড়ালে Elimination হওয়ার পর তার সম্পত্তিগুলি বাকিদের মধ্যে কিভাবে ভাগ বাঁটোয়ারা হয়।
    একজন MLA এর ভোটের মূল্য কষতে গেলে আগে সেই রাজ্যের জনসংখ্যা জানতে হবে। যেহেতু সব রাজ্যের জনসংখ্যা সমান নয়, কাজেই সবকটি রাজ্যের MLA এর ভোট এর মূল্যও সমান হবে না। যার জনসংখ্যা যত বেশি, তার ভোটের দামও তত বেশি। 
     
    ধর ১৯৭১ এর জনগণনা অনুযায়ী একটি রাজ্যের জনসংখ্যা হল ক এবং সেই রাজ্যের বিধায়কের সংখ্যা হল খ। আমরা প্রথমে সেই রাজ্যের একজন বিধায়ক কতজনের প্রতিনিধিত্ব করছেন সেটি বের করব অর্থাৎ ক÷খ । এটিকে ১০০০ দিয়ে ভাগ করলে পাওয়া যাবে একজন বিধায়ক কত হাজার মানুষের প্রতিনিধিত্ব করছেন। অর্থাৎ (ক÷খ)/১০০০। এটিকে গ বলা যাক। এই গ হল একজন বিধায়কের একটি ভোটের মূল্য।
     
    এইবারে একটি রাজ্যের মোট ভোটের দাম কষতে গেলে একজন বিধায়কের ভোটের দামকে মোট বিধায়ক সংখ্যা দিয়ে গুণ করতে হবে, তাই না। ধর কোনো রাজ্যে বিধায়ক সংখ্যা হল ঘ, তাহলে গ*ঘ হল সেই রাজ্যের মোট ভোটমূল্য। এটিকে ঙ বলা যাক।
    সংখ্যাটি ঠিকঠাক বুঝতে পুরোনো অন্ধ্রপ্রদেশের উদাহরণ দেওয়া যাক। ১৯৭১ এর যুদ্ধের সময় এর জনসংখ্যা ছিল ৪৩৫০২৭০৮ এবং এর বিধায়কের সংখ্যা ২৯৪। তাহলে ক÷খ = ৪৩৫০২৭০৮÷ ২৯৪= ১৪৭৯৬৯। তাহলে গ= ১৪৭৯৬৯÷১০০০= ১৪৮। তাহলে অন্ধ্রপ্রদেশের একজন বিধায়কের দাম ১৪৮ । তাহলে গোটা রাজ্যের দাম অর্থাৎ ঙ= ১৪৮*২৯৪= ৪৩৫১২। এইভাবে সবকটি রাজ্যের মোট ভোটের দাম যোগ করলে পাওয়া যায় ৫৪৯৪৭৪। এটিকে চ বলা যাক।
     
    এইবারে একজন MP এর ভোটের দাম কষতে গেলে প্রথমেই কেন্দ্রীয় আইনসভার দুটি ঘরের সদস্যসংখ্যা যোগ করা যাক, নমিনেটেড দের বাদ দিয়ে এটি দাঁড়ায়- ৫৪৩+২৩৩= ৭৭৬। এটিকে ছ বলি। এইবারে এদের একজনের ভোটের দাম হিসাব করতে গেলে সবকটি রাজ্যের মোট ভোটের দামকে মোট সদস্যসংখ্যা দিয়ে ভাগ করতে হবে। কেন? কারণ বিধায়কদের সময় জেনেছিলাম যে একজন MLA কতজনের প্রতিনিধিত্ব করছেন। MP এর ক্ষেত্রে এটি আবার করার তো দরকার নেই। কাজেই এখানে সবকটি রাজ্যের মোট দামের ওপর দর হাঁকাহাঁকি হবে। কাজেই চ÷ছ করলেই আমরা একজন MP এর দাম পেয়ে যাব। সব MLA এর দাম এক না হলেও সব MP এর কিন্তু এক দাম। ওই যে One nation, one tax এর মতন।
    কাজেই চ÷ছ= ৫৪৯৪৭৪÷৭৭৬= ৭০৮।
     
    তাহলে সমস্ত MP এর মোট দাম কত? একজনের দাম * মোট সদস্যসংখ্যা অর্থাৎ ৭০৮*৭৭৬= ৫৪৯৪০৮।
     
    তাহলে সমস্ত MLA এবং MP এর মোট দাম কত?
     
    ৫৪৯৪৭৪+ ৫৪৯৪০৮ = ১০৯৮৮৮২।
     
    এতো গেল দরদামের কথা। এইবারে দেখতে হবে কিভাবে ভোটাভুটি হয়। এই পদের জন্য প্রার্থীকে ৫০ শতাংশ+ ১ টি ভোট পেতে হবে। এটি তো দুজন প্রার্থী দাঁড়ালে সম্ভব। কিন্তু যদি ৪/৫ জন দাঁড়ায় , তাহলে কি করে একজন ৫০ শতাংশের বেশি ভোট পাবে? তার মানে ভোট transfer হবে না কি? ঠিক তাই। এবং ভোটারেরা ১,২,৩ করে প্রার্থীদের ranking করতে পারবেন। এই কারণেই এই পদ্ধতিকে Proportional representation by means of the Single transferable vote বলা হয়।
     
    ধর , রাম শ্যাম যদু আর মধু ভোটে দাঁড়াল। মধু সবথেকে কম ভোট পেয়েছে। ওকে বিদায় করে ওর ভোটগুলি কেড়ে নিয়ে বাকি তিনজনের মধ্যে ব্যালট পেপারের second preference choice অনুযায়ী ভাগ করে দেওয়া হল। এটি করে দেখা গেল যদুর ভোট সবথেকে কম। কাজেই যদু Eliminated এবং এর সম্পত্তি রাম ও শ্যামের মধ্যে second preference choice অনুযায়ী ভাগ করে দেওয়া হল। ধর এইখানে শ্যামের ভাগে কম পড়ল। কাজেই ফাইনালে রামকে (রামনাথ বাবুকে) চ্যাম্পিয়ন ঘোষণা করা হল।

    Please subscribe here to get all future updates on this post/page/category/website

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

     WBCS Foundation Course Classroom Online 2024 2025 WBCS Preliminary Exam Mock Test WBCS Main Exam Mock Test WBCS Main Language Bengali English Nepali Hindi Descriptive Paper