• Home /Exam Details (QP Included) / Main Exam / Optional Subject-Medical Group / Economics / Important Concepts of Economics for WBCS Exam Hedge funds
  • Important Concepts of Economics for WBCS Exam Hedge funds
    Posted on May 5th, 2020 in Economics, Exam Details (QP Included)
    Tags: , ,

    Important Concepts of Economics for WBCS Exam Hedge funds

    By Dipayan Ganguly, WBCS Gr A

    Hedge funds হল সেই ধরণের mutual funds যার মধ্যে তুলনামূলক কম risk থাকে। এটা অনেকটা mutual funds এর মতন, কারণ এখানেও লগ্নীকারীদের থেকে টাকা নিয়ে শেয়ার বাজারে খাটানো হয় এবং মেয়াদ শেষে লগ্নীকারীদের টাকা লাভ/ লোকসান কেটে ফেরত দেওয়া হয়। তবে Hedge কথাটার মানে হল protection দেওয়া অর্থাৎ  risk কমানো। এর ফলে লগ্নীকারীদের টাকার কিঞ্চিৎ বিমা করিয়ে রাখা হয় আর কি। বাজার চাঙা থাকলে mutual funds এর মত মোটা রিটার্ন যেমন তুমি পাবে না, আবার লকডাউনে বাজার ডুবলেও mutual funds এর মতন লোকসানে বুক চাপড়াতে হবে না।Continue Reading Important Concepts of Economics for WBCS Exam Hedge funds

    Participatory Notes – P notes  বা Participatory Notes হল সেই সমস্ত লগ্নী যার participation এর জন্য  SEBI এর কাছে registration করতে হবে না। পাতি বাংলায় যাকে বলে ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা করা। আমরা জানি Foreign Institutional Investors বা FII দেরও ভারতের শেয়ার বাজারে ঢুকতে গেলে SEBI এর কাছে মাথা নত করতে হয়। তা, P notes  কি করে দেশের বাজারে হাত বদল হয়? FII দের  হাত ধরে।  FII এরা এই নোট বিলি করে সেই সমস্ত বিদেশিদের যাদের লাইসেন্স নেই। বোঝো! তার মানে ভাড়াটে আবার ভাড়া বাড়ির একটা ঘরে নিজের ভাড়াটে বসালো। অনেকটা তাই।

    তা এর অসুবিধা কোথায়?

    SEBI এর অসুবিধা আছে বৈকি। SEBI কে তো জানতে হবে শেয়ারের টাকাগুলোর কি হচ্ছে, যেমন রিজার্ভ ব্যাঙ্ককে টাকার ইতিহাস ভূগোল জেনে রাখতে হয়। P notes বেশি ছড়ালে দেশের বাজার বেশি volatile হয়ে যাবে। অর্থাৎ দুম করে সেনসেক্স চড়ে গেল, আবার ধপ করে পড়ে গেল। ইতিহাস ঘাঁটলে জানতে পারব যে 2007 সালে SEBI এই সব দালালদের স্ক্রু খানিকটা এঁটে দিয়েছিল বা দিতে বাধ্য হয়েছিল।

    Please subscribe here to get all future updates on this post/page/category/website

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

     WBCS Foundation Course Classroom Online 2024 2025 WBCS Preliminary Exam Mock Test WBCS Main Exam Mock Test WBCS Main Language Bengali English Nepali Hindi Descriptive Paper