• Home /Exam Details (QP Included) / Preliminary Exam / Indian Polity & Economy / Important Concepts Of Polity – Direct Democracy.
  • Important Concepts Of Polity – Direct Democracy.
    Posted on June 15th, 2020 in Indian Polity & Economy
    Tags: , ,

    Important Concepts Of Polity – Direct Democracy.

    By Dipayan Ganguly, WBCS Gr A

    1)Direct democracy এর চারটি হাত বা অস্ত্র আছে—Continue Reading Important Concepts Of Polity – Direct Democracy.

    ১) Referendum

    ২) Plebiscite

    ৩) Initiative

    ৪) Recall

    এই চারটি হাত ব্যবহার করে রাষ্ট্র তার নাগরিকদের ভাও বাড়িয়ে দেয়।

    প্রথমেই আসি Referendum এর কথায়। এই কথাটি এসেছে Refer কথা থেকে। Refer মানে কি? এর মানে হল অর্পণ করা। কার কাছে? অবশ্যই নাগরিকের কাছে। কিভাবে? গণভোটের মাধ্যমে।

    1967 সালে গোয়াতে এই রকম একটা Referendum হয়েছিল। গোয়া বাসীর কাছে দুটি রাস্তা ছিল- হয় কেন্দ্র শাসিত অঞ্চল থেকে যাও অথবা মহারাষ্ট্রের সাথে জুড়ে যাও। ভোটের ফল কি হয়েছিল, তা তোমরা বলে দাও।

    Plebiscite মানে কি? এটাও একপ্রকার গণভোট। তাহলে Referendum এর সাথে এর তফাৎ কোথায়?মারাত্মক গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিতে গেলে Plebiscite টাই হাতিয়ার, বিশেষ করে কোনো অঙ্গরাজ্যকে দেশের সাথে জুড়ে দেওয়ার ব্যাপার থাকলে, মানে বর্ডার কেস থাকলে এটি করা হয়। গোয়া তো বর্ডারের ভেতরেই ছিল, তাই গোয়ার কেসটি Plebiscite না বলাই ভালো।

    তাহলে উদাহরণ? জুনাগড়ে কি হয়েছিল পড়েছ নিশ্চয়।

    Initiative কথাটি এসেছে initiate কথা থেকে। অর্থাৎ জনগণ যেখানে নিজে থেকে Initiative নিয়ে সরকারকে আইন বানাতে বলবে। তা আবার হয় না কি? এই যে এতগুলো রাজ্যে মদ নিষিদ্ধ হয়ে গেল, এগুলো কি তাহলে নেতার কীর্তি ?

    তাহলে Recall কি?

    সুইজ্যারল্যাণ্ডের মত দেশে , যেখানে Direct democracy এর ভুরিভুরি উদাহরণ আছে, সেখানে আম আদমি চাইলে কোনো নেতা বা সরকারি ব্যক্তিকে কাজ ঠিকমত না করতে পারবার দায়ে অর্ধচন্দ্র দিতে পারে। ধর জনতা আম্পায়্যার আর নেতা হল বোলার। নেতা পরপর তিনটে নো বল করল, আর আম্পায়্যার সাথে সাথে দুটো থাপ্পর মেরে তার হাত থেকে বলটা কেড়ে নিল।

    Please subscribe here to get all future updates on this post/page/category/website

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

     WBCS Foundation Course Classroom Online 2024 2025 WBCS Preliminary Exam Mock Test WBCS Main Exam Mock Test WBCS Main Language Bengali English Nepali Hindi Descriptive Paper