• Home /Exam Details (QP Included) / Main Exam / Optional Subject-Medical Group / Economics / Important Economics Concept- national Income – জাতীয় আয়
  • Important Economics Concept- national Income – জাতীয় আয়
    Posted on May 5th, 2020 in Economics, Exam Details (QP Included)
    Tags: , ,

    Important Economics Concept- national Income – জাতীয় আয়

    By Dipayan Ganguly, WBCS Gr A

    National Income বা জাতীয় আয় বলতে কোনও এক বছরে সেই দেশে (অর্থনীতি) যত দ্রব্য এবং পরিষেবা উৎপন্ন হয় , তার মোট মূল্যের যোগফল। অর্থাৎ এক বছরে দেশে যত অর্থনৈতিক কার্যকলাপ হয়, তার মোট মূল্য। অর্থাৎ অর্থনীতির সমস্ত শাখাপ্রশাখায় দেয় মজুরি , সুদ, খাজনা এবং লাভের যোগফল। Continue Reading Important Economics Concept- national Income – জাতীয় আয়

    বর্তমান দৃষ্টিভঙ্গিতে জাতীয় আয় হল কোনও এক বছরে দেশের সমস্ত উৎপাদনকারীর থেকে অন্তিম উপভোক্তাদের কাছে পৌঁছে যাওয়া পণ্য ও পরিষেবার মোট আর্থিক মূল্য।

    খেয়াল রাখ, রাজনীতিতে যেমন দেশকে রাষ্ট্র বলে সম্বোধন করি, ইকনমিক্সের ভাষায় দেশকে সম্বোধন করি ইকনমি বলে।

    তাহলে জাতীয় আয় পরিমাপ করার কি উপায়?

    জাতীয় আয় পরিমাপ করার অনেকগুলি পদ্ধতি আছে। অনেকগুলি পদ্ধতি গজিয়ে ওঠার কারণও আছে বৈকি। অনেক পণ্য ও পরিষেবা দেশ থেকে বিদেশে যাচ্ছে, কিছু বিদেশ থেকে দেশে আসছে, কিছু ভারতীয় বিদেশে চাকরি বা ব্যবসা করছে, কিছু বিদেশী এদেশে চাকরি বা ব্যবসা করছে, কিছু ক্ষেত্রে সরকার ভর্তুকি দিচ্ছে আবার কোনও ক্ষেত্রে সরকার মানুষকে পেনসন ও দিচ্ছে। কাজেই এত কিছু থাকলে কেবলমাত্র একটি পদ্ধতিতে জাতীয় আয়ের পরিমাপ কার্যত অসম্ভব।

    জাতীয় আয় পরিমাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ্ধতি হল Gross Domestic Product বা GDP এর পরিমাপ করা

    এইবারে প্রশ্ন হল GDP মানে কি? কোনো দেশের (অর্থনীতির) মোট দ্রব্য ও পরিষেবার উৎপাদন, যা টাকার অঙ্কে হিসাব করা হয়। হিসাব কষে কি লাভ? এটি করলে বোঝা যাবে সেই দেশ বা অর্থনীতিটি উন্নয়নের জোয়ারে গা ভাসাচ্ছে না কি সঙ্কুচিত (মন্দার প্রকোপ) হয়ে যাচ্ছে।

    তা GDP কিভাবে কষা যায়? দুভাবে—

    ১) ব্যায়/খরচ গুলি যোগ করে

    ২) আয় গুলি যোগ করে

    প্রথম ক্ষেত্রে— কোনো অর্থনীতিতে খরচ কারা করে? যারা উপভোক্তা বা Consumer (দ্রব্য/পরিষেবা কিনতে), লগ্নীকারী বা Investor (দ্রব্য/পরিষেবা উৎপাদন করতে) এবং সরকার বা Goverment (উন্নয়নমূলক প্রকল্পে)

    এর পাশাপাশি আমরা বিদেশ থেকে দ্রব্য/পরিষেবা আমদানি (M) ও রপ্তানি (X) করছি। এর নিট (X-M) রপ্তানি আমাদের GDP এর ধর্তব্যের মধ্যে আনতে হবে। কারণ, দেশের কত টাকা বিদেশে চলে গেল দেশবাসীর চাহিদা মেটাতে অথবা বিদেশের কত টাকা দেশের দ্রব্য/পরিষেবা বেচে এল, সেটি হিসাবের আওতায় আনতে হবে বৈকি।

    তাহলে GDP এর গাণিতিক হিসাব কি হবে?

    GDP= Consumer spending (C) + Investment spending (I) + Goverment spending (G)+ Net Exports (X-M)

    দ্বিতীয় ক্ষেত্রে অর্থাৎ আয়গুলি যোগ করেও আমরা কোনো অর্থনীতির GDP এর হিসাব কষতে পারি। কারণ একজনের জন্য যেটি ব্যয়, অপরজনের ক্ষেত্রে সেটি হল আয়। প্রথম ক্ষেত্রে আমরা ধরেছি Consumer spending , কাজেই দ্বিতীয় ক্ষেত্রে অর্থাৎ Income method এ এটি হয়ে যাবে Employee Compensation বা সহজ ভাষায় কর্মচারীর বেতন। কেন? কারণ খরচের সময় আম আদমি হল Consumer এবং আয়ের ক্ষেত্রে সে হয়ে গেল Employee

    প্রথম ক্ষেত্রে বা Expenditure method এ ছিল Investment spending, এটি Income method এ হয়ে গেল Gross operating surplus অর্থাৎ পাতি বাংলায় যাকে লাভ বলে। ছোটখাট ব্যবসার ক্ষেত্রে এটিকে বলে Gross mixed income

    Goverment spending এক্ষেত্রে হয়ে গেল সরকারের নিট আয়। সরকার আয় করে কর বসিয়ে। আবার এই করের টাকা থেকেই ভর্তুকি দেওয়া হয়। অর্থাৎ Income method এ এটি হল taxes less subsidies

    তাহলে Income method GDP এর গাণিতিক হিসাব হল

    GDP= Compensation of employees (COE) + Gross operating surplus (GOS) + Gross mixed income (GMI)+ Taxes (T)- Subsidies (S)

    এই যে COE, GOS এবং GMI এর যোগফল, এটিকে বলে total factor income, অর্থাৎ সমস্ত factors of production যেমন land , labor, capital  এবং entrepreneurship এরখ মোট আয়ের যোগফল।

    Please subscribe here to get all future updates on this post/page/category/website

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

     WBCS Foundation Course Classroom Online 2024 2025 WBCS Preliminary Exam Mock Test WBCS Main Exam Mock Test WBCS Main Language Bengali English Nepali Hindi Descriptive Paper