• Home /Exam Details (QP Included) / Preliminary Exam / Indian Polity & Economy / Indian Economy – Priority Sector Lending And Bank credit – ইকনমির কন্সেপ্ট।
  • Indian Economy – Priority Sector Lending And Bank credit – ইকনমির কন্সেপ্ট।
    Posted on June 16th, 2020 in Indian Polity & Economy
    Tags: , ,

    Indian Economy – Priority Sector Lending And Bank credit – ইকনমির কন্সেপ্ট।

    By Dipayan Ganguly, WBCS Gr A

    Priority Sector বলতে কি বোঝায়? সেই Sector যাকে সরকার Priority বা গুরুত্ব্ সহকারে বিচার করেন। যেমন কৃষি, ছোটখাট শিল্প যা বার বার চিৎকার করে বলতে থাকে Miss me (MSME বা Micro, Small and Medium Enterprise).Continue Reading Indian Economy – Priority Sector Lending And Bank credit – ইকনমির কন্সেপ্ট।

    এদের ঋণ দেওয়াকে বলা হয় Priority Sector lending। রিজার্ভ ব্যাঙ্ক Priority Sector কে বাঁচাতে ব্যাঙ্কগুলির ওপর নিয়ন্ত্রণ খানিকটা শিথিল করেছে, কারণ আশা করা যায় এদের মধ্যে থেকে বিজয় বা নীরব বেরিয়ে আসবে না। এই দশকের গোড়ার দিকে M V Nair এর সৌজন্যে একটি কমিটি গঠন করা হয় যার কাজ ছিল এই ঋণের শর্তাবলী ঠিক করে দেওয়া। বলা হল যে agriculture and allied activities এর জন্য adjusted net bank credit (ANBC) অথবা credit equivalent of off-balance sheet exposure (CEOBE) এর ১৮ শতাংশ অবধি ঋণ দেওয়া যাবে এবং MSME এর জন্য দেওয়া যাবে ৭ শতাংশ অবধি ঋণ।

    তা এই ANBC আর CEOBE কি বস্তু?

    ANBC বা adjusted net bank credit বুঝতে গেলে আগে জানতে হবে Bank Credit কাকে বলে। Bank Credit হল সেই অঙ্কটি যা কোনো ব্যাঙ্ক কাউকে ধার দেওয়ার জন্য বরাদ্দ করে। আবার অনেক সময় ব্যাঙ্কগুলি বাজারে খাটিয়ে রাখে non-SLR bond বা Investment হিসাবে। এই দুটির যোগফলকে বলে ANBC বা adjusted net bank credit। এখানে non-SLR Investment কে ধরলাম কেন? কারণ SLR এর ব্যাপারটি আগের পোস্টে বলেছি, তোমরা জানো যে রিজার্ভ ব্যাঙ্ক গায়ের জোরে ব্যাঙ্কগুলিকে তাদের নিজেদের টাকা সিন্দুকে পুরে রাখতে বাধ্য করে। কাজেই মোটা অঙ্কের টাকা capital market এ non-SLR Investment এ খাটিয়ে ব্যাঙ্কগুলি দু পয়সা পায় আর কি।

    তাহলে CEOBE কি?

    CEOBE হল credit equivalent of off-balance sheet exposure। অর্থাৎ যে সমস্ত টাকা ব্যাঙ্কগুলির পাওনা আছে বাজার থেকে অথবা তোমার আমার থেকে অথচ যা ব্যাঙ্কের balance sheet এ দেখানো নেই, সেটি হল CEOBE।

    তাহলে Priority Sector lending এর ক্ষেত্রে কৃষিকাজে এই টাকার ১৮ শতাংশ অথচ MSME কে মাত্র ৭ শতাংশ ঋণ দেওয়া হয় কেন?

    কারণ ফসল আর চাষী না বাঁচলে দেশ বাঁচবে না। তাই MSME কে এই ব্যাপারে খানিকটা miss করতে হলেও ক্ষতি কি?

    Please subscribe here to get all future updates on this post/page/category/website

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

     WBCS Foundation Course Classroom Online 2024 2025 WBCS Preliminary Exam Mock Test WBCS Main Exam Mock Test WBCS Main Language Bengali English Nepali Hindi Descriptive Paper