• Home /Exam Details (QP Included) / Preliminary Exam / Indian Polity & Economy / Indian Economy – W.B.C.S. Exam – Quantitative And Qualitative Credit Control – ইকনমির কন্সেপ্ট ।
  • Indian Economy – W.B.C.S. Exam – Quantitative And Qualitative Credit Control – ইকনমির কন্সেপ্ট ।
    Posted on June 16th, 2020 in Indian Polity & Economy
    Tags: , ,

    Indian Economy – W.B.C.S. Exam – Quantitative And Qualitative Credit Control – ইকনমির কন্সেপ্ট ।

    By Dipayan Ganguly, WBCS Gr A

    Credit বলতে ওই টাকাপয়সার ব্যাপার আর কি। টাকাপয়সা বিনিয়োগ ও খরচ লাগামছাড়া হলে মুস্কিল, অতএব এর Control প্রয়োজন বৈকি।Continue Reading Indian Economy – W.B.C.S. Exam – Quantitative And Qualitative Credit Control – ইকনমির কন্সেপ্ট ।

    সংসারে রোজগেরে স্বামী দিনমজুরি খেটে যে টাকা ঘরে নিয়ে আসে, তার নিয়ন্ত্রণ করে গিন্নিমা। অর্থনীতিতেও ব্যাঙ্কগুলো আম আদমির কাছ থেকে সুদ, জরিমানা এবং আরও ফন্দিফিকির করে যে টাকাটা ওঠায়, তার সবটাই নিয়ন্ত্রণ করে গিন্নিমা অর্থাৎ RBI

    RBI এটা কিভাবে করে? দুভাবে।

    প্রথমত, পাব্লিকের হাতে টাকা দেওয়ার আগে ঘরের চার দেওয়ালের মধ্যে ব্যাঙ্কগুলোর ওপর জোর খাটিয়ে। এটাকে বলে Quantitative Credit Control

    দ্বিতীয়ত, Quantitative Credit Control হওয়ার পরেও ব্যাঙ্কগুলোকে ভয় দেখিয়ে, চড় থাপ্পর মেরে আম আদমিকে টাকা দেওয়ার সময়ে নানারকম শর্ত চাপানোর মাধ্যমে। এটাকে বলে Qualitative Credit Control। অর্থাৎ পাব্লিকের কাছে ব্যাঙ্ক খারাপ হোক, কিন্তু গিন্নিমা ভালো থাকবেন।

    Quantitative Credit Control গিন্নিমা কিভাবে করেন? ধর তুমি যাতে বেশি রোজগার করতে পার তার জন্য তোমাকে ভালো করে হরলিক্স খাইয়ে দিলেন। RBI তার REPO rate, SLR, CRR ব্যাঙ্কগুলোর ওপর চাপিয়ে বললেন, “ যাও, মাঠে গিয়ে কাজ কর। ” এই REPO rate, SLR, CRR নিয়ে আগেও পোস্ট করেছি , দেখে নিও।
    এবারে ধর তুমি সারাদিন খেটেও সেরকম পয়সা আনতে পারছ না, তখন গিন্নিমা নিজেই বাড়িতে শাড়ির ব্যবসা শুরু করে দিলেন। RBI ও তখন সরকারী সিকিউরিটিগুলো কেনাবেচা শুরু করে দিল। এটাও Quantitative Credit Control যার দ্বারা গিন্নিমা মাঠে, থুড়ি খোলা বাজারে নেমে পড়লেন।

    তাহলে Qualitative Credit Control কিভাবে হয়?

    Quantitative এর ক্ষেত্রে যদি রোজগার বাড়ানো হয়, তাহলে Qualitative এর ক্ষেত্রে খরচ কমানো হবে। তুমি অফিসে যাতায়াতের জন্য দিনপ্রতি ২০ টাকা পাবে , চা সিগারেটের পয়সা পাবে না, বাড়ির রুটি তরকারী খাবে আর ক্যান্টিনে খেতে পারবে না। RBI ও নানারকম credit rationing এবং guidelines চাপিয়ে ব্যাঙ্কগুলোকে একেবারে জোরু কা গুলামে পরিণত করে।

    ধর তোমার শ্বশুরবাড়ির কেউ ব্যবসায় লোকসান করে পথে বসে পড়েছে। এদিকে তোমাকে তাকে উদ্ধার করতে হবে। গিন্নিমা তখন ফন্দি করে moral suasion এর ব্রহ্মাস্ত্র ছাড়লেন , অর্থাৎ মরার মতন শুয়ে পড়লেন। যতক্ষণ না তুমি টাকা দিলে , ততক্ষণ এইরকম ব্ল্যাকমেল চলতে থাকল।
    ধর একটা ব্যাঙ্ক দেউলিয়া হওয়ার মুখে। RBI তখন বাকি ব্যাঙ্কগুলোর কাছ থেকে টাকা তুলে সেই ব্যাঙ্ককে দেউলিয়ার হাত থেকে বাঁচিয়ে নিজে ভালো সাজল।
    এবারে ধর তুমি নিজের আত্মীয়কে টাকা ধার দিতে চাও, গিন্নিমা তখন বলবেন যে তার বাড়ির গহনা বন্ধক রাখব তবে ধার দিতে দেব এবং কতটা গহনা বন্ধক নেব সেটা আমি ঠিক করব। কাজেই তুমি গহনা বন্ধক নিয়ে নিজে খারাপ হলে। এটাকে বলে Margin requirements যা নির্ধারণ করে দেয় RBI, যখন কোনো ব্যাঙ্ক আম আদমিকে টাকা ধার দেয়।

    এ ছাড়াও গিন্নিমা মারধোর করে, ভয় দেখিয়ে, খাবারে ঝাল বেশি নুন কম দিয়ে তোমাকে হেনস্থা করতে পারে তাঁর কথা না শুনলে। RBI ও এই রকম Direct action এর মাধ্যমে ব্যাঙ্কগুলোর রাতের ঘুম কেড়ে নেয়। এইগুলো সবই হল Qualitative Credit Control যেখানে পাব্লিকের কাছে RBI নিজে ভালো থেকে ব্যাঙ্কগুলোকে খারাপ হতে বাধ্য করে।

    Please subscribe here to get all future updates on this post/page/category/website

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

     WBCS Foundation Course Classroom Online 2024 2025 WBCS Preliminary Exam Mock Test WBCS Main Exam Mock Test WBCS Main Language Bengali English Nepali Hindi Descriptive Paper