• Home /Exam Details (QP Included) / Preliminary Exam / Indian Polity & Economy / Indian Polity – W.B.C.S. Exam – পলিটির কন্সেপ্ট – Part I – The Union And Its Territories.
  • Indian Polity – W.B.C.S. Exam – পলিটির কন্সেপ্ট – Part I – The Union And Its Territories.
    Posted on June 19th, 2020 in Indian Polity & Economy
    Tags: , ,

    Indian Polity – W.B.C.S. Exam – পলিটির কন্সেপ্ট – Part I – The Union And Its Territories.

    By Dipayan Ganguly, WBCS Gr A

    সংবিধান কি? একটা বই। একটা বইয়ের কতগুলো অংশ থাকে? ৪ টা— মুখবন্ধ বা Preface , সূচিপত্র বা Contents , সংস্করণ বা Edition এবং উপাঙ্গ বা Continue Reading Indian Polity – W.B.C.S. Exam – পলিটির কন্সেপ্ট – Part I – The Union And Its Territories.

    সংবিধানের ও ৪ টা অংশ— Preamble (মুখবন্ধ), Part (সূচিপত্র বা অধ্যায়) , Amendment (সংস্করণ /সংশোধনী ), Schedule (উপাঙ্গ)

    আজকে প্রথম Part বা অধ্যায় নিয়ে কিছু আলোচনা করা যাক।

    বইয়ের প্রথম অধ্যায়ে যেমন পাত্রপাত্রীর পরিচয় দেওয়া হয় তেমনি আমাদের সংবিধানের প্রথম অংশে পাত্র অর্থাৎ ভারতবর্ষের পরিচয় দেওয়া হয়েছে।

    Article 1 এ Name and territory of the Union এর কথা বলা আছে। এর ৩ টা অংশ

    (1) India, that is Bharat, shall be a Union of States (এর মানে হল ভারতবর্ষ হল রাজ্যগুলোর মিলনে তৈরি এক যুক্তরাষ্ট্র )

    (2) The States and the territories thereof shall be as specified in the First Schedule (অর্থাৎ রাজ্য ও তার সীমানা প্রথম তফসিল অনুযায়ী মেনে চলা হবে)

    (3) The territory of India shall comprise

    (a) The territories of states;

    (b) The UT s specified in first schedule

    (c) such other territories as may be acquired

    (অর্থাৎ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সমস্ত এলাকা নিয়েই ভারতের এলাকা তৈরি , এ ছাড়াও অন্য দেশের থেকে জমি কেড়ে নিলেও তার মালিক হবে ভারত, কোনো রাজ্য আলাদা করে মালিকানা পাবে না)

    Article 2 এ Admission or establishment of new States এর কথা বলা হয়েছে

    Parliament may by law admit into the Union, or establish, new States on such terms and conditions, as it thinks fit

    অর্থাৎ কোনো দেশ অথবা princely state এর থেকে জমি কেড়ে নিয়ে কোনো রাজ্যের সাথে জুড়ে দেওয়া অথবা সেটাকে নতুন ও আলাদা রাজ্য হিসাবে সিংহাসনে বসানোর ক্ষমতা কেন্দ্রীয় আইনসভার কাছে রয়েছে। ১৯৭৫ সালে সিকিমকে ভারতের মানচিত্রে জায়গা এই ধারা ভাঙিয়েই দেওয়া হয়েছিল।

    Article 3 এ Formation of new States and alteration of areas, boundaries or names of existing States এর কথা বলা হয়েছে। ২ নং ধারায় ছিল অন্য দেশ বা সার্বভৌমের জমি কাড়াকাড়ির কথা, এই ধারায় নিজের দেশের রাজ্যগুলোর মধ্যে জমির ভাগ বাঁটোয়ারা নিয়ে কথা বলা হল।

    Parliament may by law

    (a) form a new State by separation of territory from any State or by uniting two or more States or parts of States or by uniting any territory to a part of any State; (অর্থাৎ আইন করে একটা রাজ্যের থেকে জমি খাবলে আরেকটা রাজ্যের গায়ে লেপে দিতে পারে। আবার দু চারটে রাজ্যকে একসাথে দলা পাকিয়ে বড় একটা লেচি তৈরি করতে পারে)

    (b) increase the area of any State; (রাজ্যের এলাকা বাড়িয়ে দিতে পারে)

    (c) diminish the area of any State; (কেটে বাদ দিয়ে দিতে পারে)

    (d) alter the boundaries of any State; (সীমানা নয় ছয় করতে পারে)

    (e) alter the name of any State (রাজ্যের নাম পাল্টে খগেন করে দিতে পারে)

    তবে রাজ্যের জমি নিয়ে টানাহেঁচড়া করার আগে রাষ্ট্রপতির মতামত প্রয়োজন। কাজেই রাষ্ট্রপতি আগে রাজ্য আইনসভায় বিলের খসড়া পাঠাবেন, রাজ্য আইনসভায় চেয়ার ভাঙা ও জুতো ছোঁড়াছুঁড়ি হবে, তার পরে। Babulal Parate vs The State Of Bombay এর কেসটাতে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে এই সমস্ত ক্ষেত্রে রাষ্ট্রপতির মতামত নেওয়ার পরে কেন্দ্রীয় আইনসভার কাছে আইন তৈরির ক্ষমতা আছে।

    Article 4 এ Laws made under Articles 2 and 3 to provide for the amendment of the First and the Fourth Schedules and supplemental, incidental and consequential matters এর কথা বলা আছে।

    (1) Any law referred to in Article 2 or Article 3 shall contain such provisions for the amendment of the First Schedule and the Fourth Schedule as may be necessary to give effect to the provisions of the law and may also contain such supplemental, incidental and consequential provisions (including provisions as to representation in Parliament and in the Legislature or Legislatures of the State or States affected by such law) as Parliament may deem necessary (অর্থাৎ ২ ও ৩ নং ধারা অনুযায়ী জমি কাঁটাছেঁড়া করতে হলে মায় খুচরো কোনো বিধি বা উপচার ঢোকাতে হলে প্রথম এবং চতুর্থ তফসীলকে ক্রীম পাউডার মাখিয়ে মেকআপ করাতে হবে)

    (2) No such law as aforesaid shall be deemed to be an amendment of this Constitution for the purposes of Article 368 PART II C ITIZENSHIP (অর্থাৎ শুধু তফসীলকে মেকআপ করালেই চলবে, প্লাস্টিক সার্জারি থুড়ি ধারাগুলোতে সংশোধনীর প্রয়োজন নেই)

    Please subscribe here to get all future updates on this post/page/category/website

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

     WBCS Foundation Course Classroom Online 2024 2025 WBCS Preliminary Exam Mock Test WBCS Main Exam Mock Test WBCS Main Language Bengali English Nepali Hindi Descriptive Paper