• Home /Exam Details (QP Included) / Preliminary Exam / Mission 2021- W.B.C.S. Prelims এর জন্য কি কি পড়বে এবং কিভাবে পড়বে ।
  • Mission 2021- W.B.C.S. Prelims এর জন্য কি কি পড়বে এবং কিভাবে পড়বে ।
    Posted on December 23rd, 2020 in Preliminary Exam, Strategy
    Tags: , , ,

    Mission 2021- W.B.C.S. Prelims এর জন্য কি কি পড়বে এবং কিভাবে পড়বে ।

    By Dipayan Ganguly, WBCS Gr A
    বুকলিস্ট-
    ইংরেজি-Grammar এর জন্য P.K De Sarkar এর বই এবং practice এর জন্য R.S Agarwal Objective General English.Continue Reading Mission 2021- W.B.C.S. Prelims এর জন্য কি কি পড়বে এবং কিভাবে পড়বে ।
     
    অঙ্ক/রিজনিং- R.S Agarwal এর বই এবং Kiran SSC CGL practice set
    সাম্প্রতিক ঘটনাবলী- Pratiyogita Darpan, Gktoday.in বাংলাতে যারা পড়বে, তারা অ্যাচিভার্স ম্যাগাজিনটা কিনে পড়তে পার
     
    ইতিহাস- বাংলাতে জীবন মুখোপাধ্যায়
    ইংরেজিতে প্রাচীন ও মধ্যযুগের জন্য পুনম দালালের বই এবং আধুনিক ইতিহাসের জন্য সোনালি বানসল এর বই
     
    ভূগোল- বাংলাতে গৌতম মল্লিকের বই, পুরোনো মাধ্যমিকের সিলেবাস অনুযায়ী
    ইংরেজিতে খুল্লার এর বই
     
    পশ্চিমবঙ্গের ভূগোল- West Bengal at a glance by Soumya Mukherjee অথবা
    Arihant এর Know your State- West Bengal
     
    পলিটি- ইংরেজিতে লক্ষ্মীকান্ত, বাংলায় অনাদি মহাপাত্র
     
    ইকনমি- ইংরেজিতে রমেশ সিংহ ও Vision IAS এর নোটস , বাংলায় তুজাম্মেল হুসেন এর বই
    বিজ্ঞান- Tata Mcgrawhills Science & Technology
     
    Practice set- Arihant 14000+ (যদিও এই বইয়ের কিছু উত্তর ভুল আছে, তবে এটি নিঃসন্দেহে MCQ এর ভাণ্ডার)
     
    Reference- Lucent অথবা Arihant General Knowledge 2021
    Youtube – Unacademy, Study IQ
     
    এ ছাড়া অতি অবশ্যই NCERT এর ষষ্ঠ-দ্বাদশ শ্রেণীর পাঠ্যবই যা পিডিএফ আকারে উপলব্ধ আছে।
    উপরোক্ত তালিকা সম্পূর্ণ আমার ব্যক্তিগত অভিমতের উপর ভিত্তি করে দেওয়া হয়েছে। তোমাদের যদি মনে হয় এর চাইতে ভালো বই রয়েছে তো তেমরা সেটাই পড়বে।
     
    এবারে পড়ার পদ্ধতি নিয়ে একটু আলোচনা করি।
     
    যারা প্রথমবার প্রিলি দিচ্ছ, তারা বহু বছর পরে মাধ্যমিকের পাঠ্যক্রম অনুযায়ী পড়াশোনা করতে চলেছ। অনেকে অনেক কিছু ভুলেও গেছ। তাদের আমি NCERT এর বইগুলি আগে পড়তে বলব (অবশ্যই ইংরেজি, অঙ্ক বাদে), কারণ এই বইগুলিতে অত্যন্ত সহজ ও প্রাঞ্জল ভাষায় বর্ণনা করা আছে। যে বিষয় বা অধ্যায়ে তোমাদের দুর্বলতা আছে, সেখান থেকে যাতে অন্তত সহজ প্রশ্নগুলির উত্তর দিতে পার,এর জন্য সেই অধ্যায়গুলি NCERT এর ষষ্ঠ-অষ্টম শ্রেণীর পিডিএফগুলি থেকে তৈরি করে নাও। এতে সময় নষ্ট কম হবে এবং কিছুটা হলেও নিজেকে এগিয়ে রাখতে পারবে।
     
    যে কোনো বিষয় সঠিকভাবে তৈরি করার সবচেয়ে সহজ উপায় হল-
     
    ১) বিষয়টি সহজ বই যেমন NCERT থেকে পড়া
     
    ২) Youtube অথবা Classroom session এ সেই বিষয়টি সম্পর্কে ধারণা মজবুত করা
     
    ৩) টেক্সট বইটি খুঁটিয়ে পড়া
     
    ৪) প্রশ্নপত্র সমাধান করা
     
    ৪ নং পয়েন্টের ক্ষেত্রে বলি, গোড়া থেকেই MCQ এর option গুলি ধরে সমাধান করতে যেও না। এর পরিবর্তে option ছাড়া সমাধান করতে শেখ। কিভাবে?
     
    একটা সাদা কাগজ নাও। এবারে Arihant 14000+ এর বইতে প্রশ্নের option গুলি কাগজ দিয়ে ঢেকে নাও। তোমার চোখের সামনে এখন শুধু প্রশ্নটা রয়েছে, option গুলি পুরোপুরিভাবে ঢাকা। এইভাবে তুমি option না দেখে একটার পর একটা প্রশ্নের উত্তর খাতায় লিখতে থাক। শেষ হয়ে গেলে মিলিয়ে নাও কতগুলি সঠিক হল।
     
    এই exercise প্রিলিতে নেগেটিভ মার্কিং ঠেকিয়ে দেবে।
     
    এবারে প্রশ্ন- পড়তে পড়তে খাতায় নোটস করা বাধ্যতামূলক কি?
     
    উত্তর- একদম না। তবে টেক্সট বই খুঁটিয়ে পড়ার সময় একটা খাতায় শুধুমাত্র গুরুত্বপূর্ণ তথ্যগুলি ছোট পয়েন্টে টুকে রেখ। এটা রিভিশনের সময় কাজে দেবে। গাদা গাদা নোটস তৈরি করতে গেলে সময়ে কুলোবে না, তা ছাড়া রিভিশনের সময় বাড়তি নোটস আদৌ উপযোগী নয়।
     
    দৈনিক কত ঘন্টা পড়া উচিত?
     
    এর কোনো যথাযথ উত্তর নেই। প্রিলির জন্য আমি ১০০ দিনের একটা strategyএই গ্রুপে গতকাল পোস্ট করেছি। সেই অনুযায়ী এটা তুমি নিজেই ঠিক করে নাও।
     
    সবশেষে বলি, এই পরীক্ষা হল কেবলমাত্র strategy এর খেলা। যে কারণে অনেক Scholar এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে না, আবার অনেক মধ্যম মানের পরীক্ষার্থী gear এবং accelerator এর সঠিক প্রয়োগ করে রেসের চ্যাম্পিয়ন হয়ে যায়।
     

    Please subscribe here to get all future updates on this post/page/category/website

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

     WBCS Foundation Course Classroom Online 2024 2025 WBCS Preliminary Exam Mock Test WBCS Main Exam Mock Test WBCS Main Language Bengali English Nepali Hindi Descriptive Paper