• Home /Exam Details (QP Included)|Strategy / Mr Soumya Mukherjee – WBCS Gr A – WBCS Preliminary Exam – Syllabus – Strategy – DD Bangla.
  • Mr Soumya Mukherjee – WBCS Gr A – WBCS Preliminary Exam – Syllabus – Strategy – DD Bangla.

    Soumya Mukherjee WBCS Gr A on WBCS Preliminary Exam Preparation On DD Bangla Hello DD Career Plus.Continue Reading Mr Soumya Mukherjee – WBCS Gr A – WBCS Preliminary Exam – Syllabus – Strategy – DD Bangla.

    Visit www.wbcsmadeeasy.in

    #wbcscurrentaffairs #wbcsquestionpaper #wbcs2021 #wbcsguidence #wbcsguidence #wbcsexam #wbcsmocktest #wbcssyllabus #wbcscoaching #WBCSMainMockTest #WBCSMocktest #WBCSMainExam #unacademy #mrunal

    Q1)WBCS প্রিলিমিনারির পরীক্ষার প্রস্তুতি কিভাবে নিতে হবে?

    ANSWER – প্রিলিমিনারি পরীক্ষা তে ২০০ মারক্সের পেপার আড়াই ঘণ্টা সময়ে দিতে হয়। ৮টি সাবজেক্ট মিলিয়ে এই ২০০ মারক্সের পেপারটি তৈরি করা হয়।

    Scheme of the Preliminary Examination : The Preliminary Examination will consist of only one paper, viz., a paper on “General Studies”. The paper will be of an objective type consisting of 200 multiple-choice questions. The paper will carry 200 marks and will be of 2½ hours duration. The standard of the paper will be of the level of knowledge as expected of a graduate of any faculty of a recognized University. The paper will include questions covering the following fields of knowledge:
    (i) English Composition 25 Marks
    (ii) General Science 25 Marks
    (iii) Current events of National & International Importance 25 Marks
    (iv) History of India 25 Marks
    (v) Geography of India with special reference to West Bengal 25 Marks
    (vi) Indian Polity and Economy 25 Marks
    (vii) Indian National Movement 25 Marks
    (viii) General Mental Ability 25 Marks

    The Preliminary Examination is meant to serve as a Screening Test only for the purpose of selection of candidates for the Main Examination. The marks obtained in this examination by the candidates will not be considered for final selection. Only those candidates who will be declared qualified at the Preliminary Examination in a year shall be eligible for admission to the W.B.C.S.

    Q2)এই পরীক্ষায়ে বসতে গেলে যোগ্যতামাণ কি থাকতে হবে?

    ANSWER – যেকোনো শাঁখায়ে graduate হতে হবে। UGC recognized কোন যায়েগা থেকে graduation করতে হবে।

    Q3)ছাত্র ছাত্রীরা পরীক্ষায়ে বসার শেষ মুহূর্তে কোন কোন বিষয়গুলোতে প্রস্তুতিতে কাজে লাগাবে?

    ANSWER – সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় ইন্ডিয়ান হিস্ট্রি। ২০০ নাম্বেরের মধ্যে ৫০ নাম্বের ইন্ডিয়ান হিস্ট্রি থেকে আসে। এই ৫০ নাম্বেরের মধ্যে মর্দন ইন্ডিয়ান হিস্ট্রি পার্টটা খুব জরুরি।সুতরাং ইতিহাসটা খুব  ভালো করে পরতে হবে ।

    Q4)যাদের মুখস্তবিদ্যা ভালো নয় তাদের জন্য কি suggest করবেন বা তারা কিভাবে প্রস্তুতি নেবেন?

    ANSWER – ইন্ডিয়ান হিস্ট্রির ক্ষেত্রে সবকিছু রিলেট করে পরতে হবে।সাল তারিক গুলো এইভাবে পরতে হবে।এর সাথে প্যারালেলি চলবে religious movement গুল। সতরাং ইতিহাসটা বুঝে পরতে হবে। এর পরে যতটা সম্ভব MCQ practice করতে হবে বিভিন্ন যায়গা থেকে এবং রিভিশন খুব দরকার। শনিবার , রবিবার রিভিশনের জন্য রেখে বাকি দিন গুলো নতুন পরার জন্য রাখা যেতে পারে।

    কিছু সাবজেক্ট যেমন সায়েন্স বা ভূগোলে ২৫ এ ২৫ পাওয়া একটু কষ্টকর কিন্তু সেই দিক থেকে দেখতে গেলে ইতিহাস বা reasoning এ ২৫ এ ২৩-২৪ পাওয়া যেতে পারে।

    Q5)যেই সাবজেক্ট গুলো মারক্স তোলা কঠিন যেমন সায়েন্স বা ভূগোলে সেগুলোর প্রস্তুতির জন্য কি করা উচিৎ?

    ANSWER – যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পরীক্ষা সেই কারনে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সিলেবাসটা খুব ভালো করে পরতে হবে।ক্লাস ৬-১০ পর্যন্ত এটা খুব ভালো করে পরতে হবে বিশেষ করে আরিথমেটিকের ক্ষেত্রে। খুব ভালো করে reasoning practice করতে হবে।

    Q6)মেইনস পরীক্ষার ক্ষেত্রে বাংলা এবং ইংরাজির প্রস্তুতি কিভাবে নিতে হবে?

    ANSWER – বাংলা এবং ইংরাজি descriptive পেপার , এখানে থাকে লেটার রাইটিং , রিপোর্ট রাইটিং , প্রেসিস রাইটিং ইত্যাদি। এগুলো প্রচুর practice করতে হবে এবং vocabulary বারাতে হবে। পরীক্ষা দেওয়ার আগে মিনিমাম ৫০টি রিপোর্ট রাইটিং, প্রেসিস রাইটিং , লেটার রাইটিং ইত্যাদি practice করে যেতে হবে।রেগুলার বেসিস এ পেপার পরতে হবে এবং current affairs practice করতে হবে।

    Q7)WBCS পরীক্ষাতে বাংলার সিলেবাস কি?

    ANSWER – বাংলার সিলেবাস হল language , ভাষা। এটা কোন লিটেরেচারের পেপের নয় । ভাষা বলতে লেটার রাইটিং , রিপোর্ট রাইটিং , প্রেসিস রাইটিং ইত্যাদি এগুলই থাকে।

    বাংলার প্রস্তুতির জন্য একটা রোল মডেল দরকার।বাংলায়ে ভালো ভালো প্রবন্ধ রচনা পরা খুব দরকার যেমন স্বামী বিবেকানন্দ, রবিন্দ্রনাথ ঠাকুরের ভালো প্রবন্ধ পরা খুব দরকার।

    Q8)ইংরাজিতে দক্ষতা বারাতে হলে কি করতে হবে?

    ANSWER – Vocabulary বারাতে হলে ইংরাজি নিউজ পেপার পরতে হবে সময় নিয়ে এবং প্রতিদিন।প্রত্যেকদিন যেকোনো ইন্টারন্যাশনাল লেভেলের নিউজ পেপার পরতে হবে এবং সঙ্গে একটা ডায়েরি রাখতে হবে যেখানে নতুন কোন শব্দ পেলে সেটাকে নোট করে রাখতে হবে এবং তার মিনিং টা লিখে রাখতে হবে।

    Q9)কম সময়ে বেশি current affairs কিভাবে পরা সম্ভব?

    ANSWER – Current affairs পরার জন্য প্রত্যেকদিন ১-২ ঘণ্টা নিউজ পেপার পরতে হবে এবং ইম্পরট্যান্ট নিউজ গুলো নোট করে রাখতে হবে। এটা প্রত্যেকদিন করতে হবে , পরীক্ষার এক মাস আগে করলে হবে না।

    Q10)কত মাস আগে থেকে WBCS পরীক্ষার প্রস্তুতি নিলে ভালো হবে?

    ANSWER – WBCS পরীক্ষার জন্য মোটামোটী ৮ মাস আগে থেকে প্রস্তুতি নেওয়া শুরু করতে হোবে।WBCS এর জন্য ৬-৮ মাস এর rigorous প্রস্তুতি খুব দরকার।শারীরিক এবং মানশিক দিক থেকে সুস্থ থাকতে হবে WBCS পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সময়।

    Please subscribe here to get all future updates on this post/page/category/website

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

     WBCS Foundation Course Classroom Online 2024 2025 WBCS Preliminary Exam Mock Test WBCS Main Exam Mock Test WBCS Main Language Bengali English Nepali Hindi Descriptive Paper