• Home /Exam Details (QP Included)>Preliminary Exam>Indian Polity & Economy / পলিটি কন্সেপ্ট — বিভিন্ন Parliamentary Motions – For W.B.C.S. Examination.
  • পলিটি কন্সেপ্ট — বিভিন্ন Parliamentary Motions – For W.B.C.S. Examination.

    By Dipayan Ganguly, WBCS Gr A
    আইনসভার কোনো সদস্য যখন কোনও প্রস্তাব পেশ করে বাকিদের মতামত জানতে চায়, তখন তাকে Motion বলে।Continue Reading পলিটি কন্সেপ্ট — বিভিন্ন Parliamentary Motions – For W.B.C.S. Examination.
     
    এই Motion কে তিনটি প্রধান ভাগে ভাগ করা যায়—
     
    ১) Substantive Motions— এটি একটি স্বাধীন প্রস্তাব যা কোনো সদস্য এমনভাবে তৈরি করে যাতে সমগ্র কক্ষের কোনো একটি সিদ্ধান্ত নেওয়ার পরিস্থিতির দোরগোড়ায় চলে আসে। যেমন অনাস্থা প্রস্তাব, রাষ্ট্রপতি বা স্পীকারকে সরিয়ে দেওয়ার প্রস্তাব। অর্থাৎ হয় এসপার নয় ওসপার।
     
    ২) Substitute Motions— Substitute মানে বিকল্প। কাজেই মূল Motion এর বিকল্প হিসাবে যদি কোনও প্রস্তাব আসে, তাকে আমরা Substitute Motion বলব।
     
    ৩) Subsidiary Motions— Subsidiary মানে হল সম্পূরক। অর্থাৎ যার নিজের কোনও দাম নেই , এবং যেটি মূল প্রস্তাবটির উল্লেখ না করে একটি কথাও বলতে পারে না। এটি তিন প্রকার—
     
    ক) Ancillary Motions— Ancillary মানে আনুষঙ্গিক। যেমন ধর কোনো বিলের জন্য প্রস্তাব উত্থাপন করা হয়ে গেছে। এইবারে সেই বিলটির গ্রহণপর্ব অথবা পাশপর্ব চলছে। 
     
    খ) Superseding Motions— supersede মানে বাতিল করা। অর্থাৎ প্রস্তাব চলাকালে কোনো প্রশ্নকে বাতিল করে দেরি করানো আর কি। কোনো বিলকে সিলেক্ট কমিটি অথবা জয়েন্ট কমিটিতে ঘুরিয়ে দেওয়া।
     
    গ) Amendment— অর্থাৎ সংশোধনী। এটি কিন্তু সংবিধানের সংশোধনী নয় , বরং সেই প্রস্তাবটির সংশোধনী। 
     
    ১) Privilege Motion — অর্থাৎ সরকারপক্ষের কোনো মন্ত্রী ভুল তথ্য দিয়েছেন, তার বিরুদ্ধে বিরোধী দলের একজন প্রস্তাব আনল। অর্থাৎ ভুল বুঝিয়েছিলে, এইবারে ঠিক বোঝাও।
     
    ২) Censure Motion— সিনেমাতে সেন্সর বোর্ড যেমন কাঁচি চালায়, তেমন সরকারের কোনো নীতির বিরুদ্ধেও কাঁচি চালাতে পারে বিরোধীরা। লোকসভায় যদি এটি পাশ হয়ে যায়, তখন বিরোধীরা অনাস্থা প্রস্তাবের ব্রহ্মাস্ত্র বের করার সুযোগ পেয়ে যায়।
     
    ৩) No Confidence Motion— অর্থাৎ অনাস্থা প্রস্তাব। সবচাইতে খতরনাক। এটি কোনো একজন মন্ত্রীর বিরুদ্ধে নয়, বরং গোটা মন্ত্রীসভায় কাঠগড়ায় দাঁড়িয়ে যায়। 
     
    ৪) Call – Attention Motion— অর্থাৎ ডাকছি, সাড়া দাও। শুধুমাত্র লোকসভায় (রাজ্যসভায় এটি করা যায় না), স্পীকারের অনুমতি নিয়ে কোনো সদস্য কোনও মন্ত্রীকে কোনো জরুরি বিষয় নিয়ে আলোচনা শুরু করতে বলেন।
     
    ৫) Adjournment Motion— এটি আগেরটির মতনই, তবে এক্ষেত্রে কক্ষের সব কাজ শিকেয় তুলে কেবল গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। Call – Attention Motion যদি চেন টেনে ট্রেন থামানো হয়, তাহলে Adjournment Motion হল রেল অবরোধ।
     
    ৬) Cut Motions—  তাই অর্থবিল নিয়ে আলোচনা হলেই এই Cut Motion এর সময় আসে। অর্থাৎ এই খাতে অত খরচ করা চলবে না, ওই খাতে ব্যয় কমাও ইত্যাদি। Policy Cut এর দ্বারা সমস্ত খরচ কমিয়ে ১/- করার কথা বলা হয়, অর্থাৎ বিরোধীরা সম্পূর্ণ নীতিটিই বদলাতে চাইছেন। Economy Cut এর ক্ষেত্রে বলা হয় যে অমুক পরিমাণ খরচ কমাতে হবে। Token Cut আর কিছুই নয়, কেবল ১০০/- খরচ কমানোর প্রস্তাব। অর্থাৎ নাই কাজ তো খই ভাজ।

    Please subscribe here to get all future updates on this post/page/category/website

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

     WBCS Foundation Course Classroom Online 2024 2025 WBCS Preliminary Exam Mock Test WBCS Main Exam Mock Test WBCS Main Language Bengali English Nepali Hindi Descriptive Paper