• Home /Exam Details (QP Included) / Preliminary Exam / English Composition / Strategy For W.B.C.S. Prelims – 2021 – বিষয় – ইংরেজি ।
  • Strategy For W.B.C.S. Prelims – 2021 – বিষয় – ইংরেজি ।

    By Dipayan Ganguly, WBCS Gr A
    Target readers- যারা প্রথমবার প্রিলি দিচ্ছ।Continue Reading Strategy For W.B.C.S. Prelims – 2021 – বিষয় – ইংরেজি ।
    Booklist- P.K De Sarkar, Word Power made EASY
    Newspapers- The Hindu/The Times of India
    Practice set- R.S Agarwal objective English
     
     
    ইংরেজি বিষয়টি বেশিরভাগ পরীক্ষার্থীর কাছে আতঙ্কের সৃষ্টি করে। এই বিষয়ের ক্ষেত্রে আমরা তিন ধরণের পরীক্ষার্থী দেখতে পাই—
    ১) যারা বাংলা মাধ্যমে পড়াশোনা করেছ এবং যাদের ইংরেজিতে যথেষ্ট দুর্বলতা রয়েছে
    ২) যারা বাংলা মাধ্যমে পড়াশোনা করেছ এবং যাদের ইংরেজিতে দুর্বলতা কিছুটা কম
    ৩) যারা বাংলা অথবা ইংরেজি মাধ্যমে পড়াশোনা করেছ এবং যাদের ইংরেজিতে দুর্বলতা অনেকটা কম
    প্রথম বিভাগের অন্তর্গত যারা, তাদের এই বিষয়ের প্রতি কিঞ্চিৎ গুরুত্ব প্রয়োগ করতে হবে বৈকি।
     
    দৈনিক ১ ঘন্টা পড়া ও প্র্যাকটিসের পাশাপাশি সপ্তাহান্তে অন্তত ২ ঘন্টা লেখার অভ্যাস করতে হবে। প্রতিদিন সকালে ইংরেজি সংবাদপত্রের প্রথম পাতা, Business/Economy এবং Sports এর পাতাটি খুঁটিয়ে তো পড়বেই (কারেন্ট অ্যাফেয়ার্স অনেকটা প্রস্তুত হয়ে যাবে) , এর পাশাপাশি নতুন শব্দ ও phrase এর অর্থগুলি গুগল অভিধান থেকে জেনে নেবে। এর ফলে Stock of words অনেকটা বেড়ে যাবে এবং তিন সপ্তাহের মধ্যে উন্নতি চোখে পড়া শুরু হবে। তিন সপ্তাহ বাদে পি কে দে সরকার থেকে Tense, Prepositions এর অধ্যায়টির অনুশীলন কর। বিভিন্ন phrasal verbs দিয়ে ছোটখাট বাক্য রচনা কর। Sentence formation খানিকটা আয়ত্ত করতে পারলে শূণ্যস্থান পূরণের প্রশ্নগুলির উত্তর দিতে সুবিধা হবে। জুন মাসের শেষ সপ্তাহ থেকে RS Agarwal এর বই থেকে প্র্যাকটিস করা শুরু কর, দৈনিক অন্তত ৪০ টি।
     
    দ্বিতীয় বিভাগের অন্তর্গত যারা, তাদের সরকারবাবুর বইটি না পড়লেও চলবে। তবে সঠিক Phrasal verbs এবং Synonyms, Antonyms এ দক্ষতা বাড়ানোর জন্য Word power made easy বইটি অবশ্যই পড়। কঠিন শব্দ প্রয়োগে জটিল বাক্য তৈরির এর চাইতে ভালো উৎস আমার জানা নেই। এর পাশাপাশি সপ্তাহে তিন দিন RS Agarwal এর বই থেকে অন্তত ৫০টি প্রশ্নোত্তর প্র্যাকটিস কর। সপ্তাহে ১ দিন ২ টি প্যাসেজের ইংরেজি অনুবাদ ও ২ টি সংবাদপত্রের সম্পাদকীয় এর ওপর নিজস্ব মতামত দাও।
     
    যারা তৃতীয় বিভাগের মধ্যে পড়, তাদের সরকারবাবুর বই অথবা Word power made easy না দেখলেও চলবে। তবে দৈনিক সংবাদপত্রের Editorial অংশটি পড়ে নিজের মতামত লেখার চেষ্টা কর। এর পাশাপাশি RS Agarwal ও indiabix এর সাইট থেকে সপ্তাহে ১৫০ টি প্রশ্নোত্তর সমাধান কর।

    Please subscribe here to get all future updates on this post/page/category/website

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

     WBCS Foundation Course Classroom Online 2024 2025 WBCS Preliminary Exam Mock Test WBCS Main Exam Mock Test WBCS Main Language Bengali English Nepali Hindi Descriptive Paper