রেগুলেটিং অ্যাক্ট - ১৭‍৭৩

Post Reply
PRAMANIK87
Posts: 2
Joined: Sat May 09, 2015 9:15 am
Contact:

রেগুলেটিং অ্যাক্ট - ১৭‍৭৩

Post by PRAMANIK87 »

ভারতে ব্রিট্রিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যকলাপকে নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে ব্রিট্রিশ পার্লামেন্ট প্রণীত প্রথম আইন। এই আইনের প্রধান বিষয়গুলি হল -
১. বোম্বে ও মাদ্রাজ প্রেসিডেন্সির কলকাতা প্রেসিডেন্সির অধীনস্থ‍তা। যদিও এতদিন এই তিনটি প্রেসিডেন্সি পরস্পর স্বাধীন ভাবে সিদ্ধান্ত নিত।
২. কলকাতার গভর্নরের পদকে গভর্নর জেনারেল অব বেঙ্গল বলে সূচিত করা হয়। প্রথম গভর্নর জেনারেল অব বেঙ্গল হলেন - ওয়ারেন হেস্টিংস
৩. কলকাতায় সুপ্রিম কোর্ট স্থাপন করা হয় ( সাল - ১৭‍৭৪০) প্রথম প্রধান বিচারপতি হলেন - এলিজা ইম্পে।
৪. কোম্পানির কর্মচারীদের সাধারণ ভাবে ভারতীদের কাছ থেকে উপত্ঢৌকন নিতে নিষেধ করা হয়।
সাধারণ ভাবে বলা যেতে পারে প্রথমএই আইনে কেন্দ্রীয় ভাবে শাসন পরিচালনার দিকে ঝোঁক দেখা যায়।
PRAMANIK87
Posts: 2
Joined: Sat May 09, 2015 9:15 am
Contact:

Re: রেগুলেটিং অ্যাক্ট - ১৭‍৭৩

Post by PRAMANIK87 »

কলকাতায় সুপ্রিম কোর্ট স্থাপন করা হয় - ১৭‍৭৪ খ্রীষ্টাব্দে ভুলভাবে - ১৭‍৭৪০ লেখা হয়েছে। অনিচ্ছাকৃত ভুলের জন্য দুঃখিত।
Post Reply

Return to “Indian Polity and Economy- 25 Marks”

Who is online

Users browsing this forum: No registered users and 0 guests