প্রিলিমস ২০২১ – এই কদিনে Current Affairs কিভাবে তৈরি করবে? – For W.B.C.S. Examination.
By Dipayan Ganguly, WBCS Gr A
Current Affairs এমন একটা টপিক যাতে প্রিলিতে ২৫ এবং মেইনসে ১০০ নম্বর তো থাকেই, এর পাশাপাশি পলিটি, ইকনমি এবং বিজ্ঞানের সাথে এর যথারীতি overlap থাকে। কাজেই এটাকে ঠিকঠাক রপ্ত করতে পারলে বাকিদের থেকে যে অনেকটা এগিয়ে থাকবে, তা বলাই বাহুল্য। ইতিহাস, ভূগোল পড়তে গিয়ে যারা এই বিষয়টাকে একরকম অবজ্ঞা করে ফেলেছ, তাদের জন্য একটা strategy তৈরি করা যাক।Continue Reading প্রিলিমস ২০২১ – এই কদিনে Current Affairs কিভাবে তৈরি করবে? – For W.B.C.S. Examination.
আমার মতে একাধিক ম্যাগাজিন বা অ্যাপ না ঘেঁটে যদি তোমরা gktoday.in ওয়েবসাইটে দেওয়া সবকিছু খুঁটিয়ে পড়, তাহলেই যথেষ্ট।
gktoday.in এর Archive section এ বিগত ২০২০ সালের জানুয়ারী মাস থেকে সমস্ত ঘটনাবলী খুঁটিয়ে পড়। মনে রেখ, কেবলমাত্র Headlines গুলো পড়লে কিন্তু চলবে না। ভিতরে থাকা তথ্যও পড়তে হবে। প্রতিদিন দেড় ঘন্টা করে এর জন্য সময় দিতে হবে এবং একদিনে মোট ১০ দিনের ঘটনাবলী পড়ে তৈরি করতে হবে। এর ফলে এক মাসের ঘটনাবলী তৈরি করতে ৩ দিনের বেশি সময় লাগার কথা নয়। অর্থাৎ ২১ মার্চ যদি পরীক্ষা হয়, তার মোটামুটি এক সপ্তাহ আগেই এই বিষয়টা পুরোপুরিভাবে তৈরি হয়ে যাবে।
এবারে প্রশ্ন- পড়ে কিভাবে মনে রাখবে আর MCQ এর চর্চা কিভাবে করবে?
একটা খাতা নাও, আড়াআড়িভাবে মোট ৫ টা column তৈরি কর। এই পাঁচটা column এর heading দাও— National, International, Economy, Science এবং Miscellaneous
National এর মধ্যে দেশের আভ্যন্তরীণ ঘটনাবলীর gist টা লিখে রাখ— গাণিতিক তথ্য, স্থান , কাল, পাত্র ইত্যাদি। কোনো নতুন আইন, সংশোধনীও সারমর্ম এর মধ্যে লিখবে।
International এর মধ্যে বিদেশে বা আন্তর্জাতিক স্তরে ঘটে যাওয়া তথ্যগুলো লিখে রাখ।
Economy এর মধ্যে দেশের অর্থনীতি সংক্রান্ত কোনো তথ্য, যেমন কোনো নতুন Scheme, beneficiary, allotment ইত্যাদি লিখে রাখ।
Science এর মধ্যে বিজ্ঞানের সমস্ত update, সেটা চিকিৎসাবিদ্যার হোক অথবা মহাজাগতিক কোনো তথ্য, সেটা লেখ।
Miscellaneous এর মধ্যে খেলাধূলা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ঘটনাগুলো লিখে রাখ। ধর কারও লেখা কোনো বই প্রকাশিত হয়েছে অথবা কেউ কোনো পুরষ্কার পেয়েছেন, সেটা এর মধ্যে লিখবে।
এবারে শুধু পড়লেই তো চলবে না। সপ্তাহে একদিন বাড়তি ২ ঘন্টা সময় দিয়ে সারা সপ্তাহে পড়ে থাকা ঘটনাগুলো খাতা দেখে পড়ে রিভিশন দিয়ে নাও। এর পরে Daily Current Affairs quiz section থেকে সেই দিনগুলোর MCQ গুলো সমাধান করতে থাক।
এর ফলে পড়া হবে, লেখার চর্চা থাকবে, রিভিশন হবে এবং সর্বোপরি MCQ সমাধানও হয়ে যাবে।
Please subscribe here to get all future updates on this post/page/category/website