• Home /Exam Details (QP Included) / Preliminary Exam / Indian Polity & Economy / ইকনমির কন্সেপ্ট – Gross Value Added – W.B.C.S. Exam.
  • ইকনমির কন্সেপ্ট – Gross Value Added – W.B.C.S. Exam.
    Posted on June 16th, 2020 in Indian Polity & Economy
    Tags: , ,

    ইকনমির কন্সেপ্ট – Gross Value Added – W.B.C.S. Exam.

    By Dipayan Ganguly, WBCS Gr A

    (তুমি লেখাপড়া শিখে ডাক্তার হলে। ধর একজন ডাক্তারের বাজারমূল্য ১ কোটি টাকা। এবং তোমাকে ডাক্তার বানাতে তোমার বাবা মা এর খরচ হয়েছে ১০ লক্ষ টাকা। তাহলে বাড়তি মুনাফা হল ৯০ লক্ষ টাকা। এটাই তোমার বাবা মায়ের কাছে Gross value added).Continue Reading ইকনমির কন্সেপ্ট – Gross Value Added – W.B.C.S. Exam.

    Gross মানে মোট, value মানে মূল্য , added মানে যোগ হওয়া। তাহলে Gross value added মানে কি হতে পারে? যতটা মূল্য যোগ হল, তাই তো? এবারে প্রশ্ন— কার মূল্য , কিভাবে কতটা যোগ হল?

    ধর তোমার একটি কাপড়ের কল আছে। সেখানে তুমি কাঁচামাল কিনে কাপড় তৈরি করে ব্যবসায়ীদের হাতে তুলে দাও। ধর কাপড় তৈরি করতে কাঁচামাল, শ্রমিকের মজুরি এবং আনুষঙ্গিক খরচ ১০০/- এবং কাপড়ের দাম উঠল ১২০/- । তাহলে এখানে Gross value added বা GVA হবে ২০/-। অর্থাৎ জিনিসটা তৈরি করে তার কতটা মূল্য তুমি বৃদ্ধি বা যোগ করতে পারলে।

    কিন্তু এই হিসাবে তো এটা মুনাফা বা লাভের দিকে ইঙ্গিত করছে। তাহলে GVA আর মুনাফা কি এক? এটা বুঝতে গেলে আমাদের একটু গভীরে যেতে হবে।

    যে কোনো দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে অনেকগুলি ধাপ থাকে, যাদের আমরা একত্রে production process বলি। এই process এর প্রতিটি ধাপে কিছু input হচ্ছে এবং কিছু output পাচ্ছি। এই মাঝের জায়গায় intermediate consumption হচ্ছে , যার ফলস্বরূপ final goods টা আমরা পাচ্ছি। প্র৳তিটি ধাপে labour এবং capital লাগিয়ে যে অতিরিক্ত মূল্যের দ্রব্যটি আমরা পাচ্ছি, সেগুলির হিসাব করি। এইভাবে দেশের প্রতিটি কৃষিজমি, কলকারখানা এবং পরিষেবা র প্র৳৳তিটি ধাপে যে অতিরিক্ত মূল্যটি আমরা পেলাম, সেগুলিকে জুড়ে দিলেই আমরা পেয়ে যাব অর্থনীতির Gross Domestic Product

    পাতি কলনবিদ্যার ভাষায়, GDP is the integration of GVA of all the sectors of an economy

    এবং

    GVA is the differentiation of sectorwise GDP of an economy

    এর মানে হল কর বাদে উৎপাদনের প্রতিটি ধাপে হওয়া বাড়তি মূল্য বা মুনাফাকেই বলা হয় Gross Value Added

    Please subscribe here to get all future updates on this post/page/category/website

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

     WBCS Foundation Course Classroom Online 2024 2025 WBCS Preliminary Exam Mock Test WBCS Main Exam Mock Test WBCS Main Language Bengali English Nepali Hindi Descriptive Paper