• Home /Exam Details (QP Included) / Main Exam / Compulsory Papers / Paper V : Constitution of India & Indian Economy / ইকনমির কন্সেপ্ট – Capacity Utilization – Notes For W.B.C.S. Examination.
  • ইকনমির কন্সেপ্ট – Capacity Utilization – Notes For W.B.C.S. Examination.

    By Dipayan Ganguly, WBCS Gr A
    অর্থনীতির ভাষায় Capacity বলতে উৎপাদনের বা output এর ক্ষমতা বোঝায়। আর utilization এর মানে হল সদ্ব্যবহার। তাহলে Capacity utilization এর মানেটা কি দাঁড়ায়? উৎপাদনের ক্ষমতার সদ্ব্যবহার অর্থাৎ নিজের ক্ষমতা অনুযায়ী তুমি ঠিক কতটা উৎপাদন করছ।
    গাণিতিকভাবে।Continue Reading ইকনমির কন্সেপ্ট – Capacity Utilization – Notes For W.B.C.S. Examination.
    Capacity utilization = Actual output level/ Maximum output level
    এটাকে যদি শতকরা হারে বুঝতে চাই, তো এটাকে আমরা বলব Capacity utilization rate, মানে ১০০ দিয়ে গুন করা আর কি।
    অর্থাৎCapacity utilization rate = (Actual output level/ Maximum output level) × 100
    ধর তোমার কাপড়ের কল আছে। তুমি দৈনিক ৬০০ খানা কাপড় তৈরি কর , অথচ তোমার productive capacity হচ্ছে দৈনিক ১০০০ খানা কাপড়।
    কাজেই তোমার Capacity utilization rate হল= (৬০০/১০০০) * ১০০ = ৬০%
    এবারে তোমার কর্মচারীরা যদি গুলতানি কম মেরে, maintenance এর চাইতে production এর দিকে নজর দেয় অথবা তুমি যদি কাপড়ের কলের কিছু non core activities বাইরে outsource করে দাও, তাহলে Actual output level টা বাড়তে বাধ্য। এটা যদিও ১০০ শতাংশ কখনই সম্ভব নয়, টুকটাক বাধা বিপত্তি থাকবেই। তবুও এটাকে টেনেটুনে ৮৫ শতাংশে নিয়ে যেতে পারলেই যথেষ্ট।
    তা, এই Capacity utilization rate বাড়লে কি হবে?
    কি আবার হবে? উৎপাদন বাড়বে। উৎপাদন বাড়লে per unit input cost কমবে। অর্থাৎ যে কাপড়টা তৈরি করতে ১০০ টাকা খরচ হচ্ছিল, এখন ৯০ টাকা লাগবে। বাজারে ১০ টাকা কমে জিনিসটা বেচতে পারলে এর চাহিদা কিছুটা হলেও বাড়বে। চাহিদা বাড়লে তুমি আরও উৎপাদন করতে চাইবে, চাইবে বাইরে রপ্তানি করতে। উৎপাদন বাড়াতে হলে আরও লোককে কাজে রাখতে হবে। অর্থাৎ দেশে unemployment কমবে।
    তা, Capacity utilization rate কমে যাওয়ার কারণ কি?
    বাজারে চাহিদা কমে গেলে তুমি বেশি উৎপাদন করে কি করবে? উৎপাদন কমালে per unit input cost বাড়বে। অর্থাৎ যে কাপড়টা তৈরি করতে ১০০ টাকা খরচ হচ্ছিল, এখন ১১০ টাকা লাগবে। খরচ বাড়লে তোমাকে দাম বাড়াতে হবে। দাম বাড়ালে চাহিদা আরও কমবে। চাহিদা কমে গেলে উৎপাদন আরও কমাতে হবে। এইভাবে একটা সময় আসবে যখন উৎপাদন কমানোর জন্য Capacity utilization rate এর সাড়ে বারোটা বেজে যাবে। তখন বাধ্য হয়ে তোমাকে কর্মী ছাঁটাই করতে হবে। তখন দেশে unemployment বাড়বে।

    Please subscribe here to get all future updates on this post/page/category/website

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

     WBCS Foundation Course Classroom Online 2024 2025 WBCS Preliminary Exam Mock Test WBCS Main Exam Mock Test WBCS Main Language Bengali English Nepali Hindi Descriptive Paper