• Home /Exam Details (QP Included)>Main Exam>Optional Subject-Medical Group>Economics / Concepts Of Economics – W.B.C.S. Exam – First Five Year Plan.
  • Concepts Of Economics – W.B.C.S. Exam – First Five Year Plan.

    By Dipayan Ganguly, WBCS Gr A

    ভারত সবে স্বাধীনতা পেয়েছে, প্রজাতন্ত্র ও হয়েছে। এইবারে দেশের ও দশের উন্নতির জন্য পরিকল্পনা তো করতে হবে। গদিতে বসে মাছি তাড়ালে তো চলবে না। ইতিমধ্যে বদমায়েস জাত ইংরেজ দেশের ধন সম্পদ লুঠ করে, হিন্দু মুসলমানে দাঙ্গা লাগিয়ে , দেশটার ভাগ বাঁটোয়ারা করিয়ে একেবারে শেষ করে দিয়ে গেছে। কৃষিকার্য ক্ষতিগ্রস্ত , শিল্প অন্ধকারে, এর ওপর দুই পাকিস্তান থেকে আগত শরণার্থী। নিজের দেশেরই অবস্থা খারাপ, তার ওপর রেলগাড়ি বোঝাই লোটা কম্বল বোঝাই দুর্দশাগ্রস্ত মানুষ।Continue Reading Concepts Of Economics – W.B.C.S. Exam – First Five Year Plan.

    ১৯৫১ এর ডিসেম্বরে নেহেরুজি self reliant closed economy এর উপায় বাতলান। রুশ মডেলে এল দেশের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা যার মডেলের নাম হল Harrod–Domar model যেখানে স্বনির্ভর হতে সঞ্চয় বাড়িয়ে লগ্নী বাড়াতে হবে , লগ্নী বাড়লে Capital stock formation বাড়বে অর্থাৎ সেই সমস্ত দ্রব্য উৎপন্ন হবে যা থেকে recurring income চালু হবে, এর থেকে সার্বিকভাবে অর্থনৈতিক বৃদ্ধি হবে।

    দেশে তখন কৃষি, সেচ এবং শক্তির বড়ই অভাব। কাজেই এই তিনটের ওপর খুব জোর দেওয়া হল। কিন্তু এর জন্য তো টাকা লাগবে, কাজেই মোট ২০৬৯ কোটির বাজেট বরাদ্দ করা হল সাতটা ক্ষেত্রে—

    ১) irrigation and energy (27.2 percent)
    সেচ না হলে তো চাষবাস করা যাবে না, আবার বিদ্যুৎ না হলে তো মেশিন চালানো যাবে না। এই সময় ভাকরা নাঙ্গাল, হিরাকুঁদ এর বাঁধ তৈরি করা হল। সেচের জলও পাব, বিদ্যুৎ ও পাব।
    ২) agriculture and community development (17.4 percent) রাবণের গুষ্টি খাবে কি, আর গ্রামস্তরে উন্নতি হলে তবেই তো বিকাশ আসবে
    ৩) transport and communications (24 percent) যোগাযোগ এর ওপর গুরুত্ব দিলে তবেই তো চটজলদি এক জায়গা থেকে আরেক জায়গায় খাবারদাবার জল ইত্যাদি পৌঁছে দেওয়া যাবে
    ৪) industry (8.4 percent) আগে খাবে তবে তো কাজ করবে
    ৫) social services (16.64 percent) WHO এর দয়ায় শিশুমৃত্যু কমল, স্বাস্থ্যের উন্নতি হল। কাজেই লোকসংখ্যা বাড়ল। পাঁচটা IIT তৈরি করা হল, উচ্চশিক্ষার জন্য এল UGC
    ৬) land rehabilitation (4.1 percent) এত উদ্বাস্তু এসেছে কাঁটাতার টপকে, তাদের পুনর্বাসন দিতে হবে না? অতএব সর্বত্র যাদবপুর তৈরি করা হল।
    ৭) অন্যান্য (2.5 percent)

    এই ২০৬৯ কোটির বাজেট বাড়িয়ে ২৩৭৮ কোটি করা হল। ভাগ্য ভালো যে এই সময়ে বৃষ্টিপাত ভালো হয়েছিল। কাজেই ভালো ফলনের জন্য কাউকে না খেয়ে মরতে হয়নি।
    বৃদ্ধির হার ছিল 3.6% যা টার্গেটের 2.1% এর থেকে বেশ অনেকটাই বেশি। তবে জনপ্রতি আয় খুব একটা বাড়েনি যেহেতু স্বাধীনতার ফুর্তিতে, কাঁটাতার কাটায়, WHO এর দয়ায় জনসংখ্যা অনেকটাই বেড়ে গেছিল।

    Please subscribe here to get all future updates on this post/page/category/website

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

     WBCS Foundation Course Classroom Online 2024 2025 WBCS Preliminary Exam Mock Test WBCS Main Exam Mock Test WBCS Main Language Bengali English Nepali Hindi Descriptive Paper