• Home /Exam Details (QP Included)>Preliminary Exam>Indian Polity & Economy / ইকনমির কন্সেপ্ট – National Income computing – Income Method – For W.B.C.S. Examination.
  • ইকনমির কন্সেপ্ট – National Income computing – Income Method – For W.B.C.S. Examination.

    By Dipayan Ganguly, WBCS Gr A
    National Income বলতে আমরা জাতীয় আয় বুঝি। এটার হিসাব কি করে কষে? অনেক উপায় আছে যেমন Income method, Expenditure method, Value added method ইত্যাদি। এর মধ্যে আজকে আমরা Income method টা শিখব। এর মধ্যে কিছু যোগ বিয়োগের ব্যাপারও রয়েছে , সেইগুলো দেখে নেব।Continue Reading ইকনমির কন্সেপ্ট – National Income computing – Income Method – For W.B.C.S. Examination.
     
    প্রথমেই বলি , যে কোনো অর্থনীতির গল্পের কেন্দ্রে থাকে উৎপাদন অথবা Output, এই Output কে ঘিরেই সমস্ত হিসাব কষা হয়। দেশের মধ্যে থেকে মোট উৎপাদন কষেই আমরা জাতীয় আয়ের হিসাব মোটামুটিভাবে বের করতে পারব।
     
    দেশের মধ্যে মোট উৎপাদন অর্থাৎ NDP at factor cost এর হিসাবটা আগে কষতে হবে। তা, এর উপাদানগুলো কি কি?
     
    ১) Rent
    ২) Royalty
    ৩) Interest
    ৪) Profits
    ৫) Compensation of Employees
    ৬) Mixed income of Self employed
     
    Rent কি?
     
    ধর তোমার জমির ওপর তুমি বাড়ি ৳তৈরি করে ভাড়ায় চড়ালে। তাহলে মাস গেলে যে ভাড়া তুমি পাবে সেটাই হল Rent
     
    Royalty কি?
     
    ধর তোমার জমির তলায় তেল পাওয়া গেল। সরকার জানতে পেরে তোমার জমির তলার তেলটা তো কেড়ে নেবে তবে মাস গেলে কয়েকটা পয়সা ছুঁড়ে দেবে। এটাই হল Royalty। মাটির ওপরে থাকলে যেটা হয় Rent, মাটির তলায় সেটা হয়ে যায় Royalty
     
    Interest কি?
     
    তুমি ব্যাঙ্ক থেকে ধার কর অথবা সরকার তোমার থেকে বণ্ডের মারফত ধার করে, এর পেছনে সুদ গুণতে হবে তো। সেটাও তো একপ্রকার আয় নয় কি।
     
    Profits কি?
     
    তোমার ব্যবসায় যা লাভ হল সেটার ওপর তোমাকে Corporate Tax গুণতে হবে। এর পরে যেটা পড়ে থাকবে সেটা হল Retained earnings বা Undistributed profits। এইবারে শেয়ারহোল্ডারদের Dividend না দিলে কি চলে? তাহলে বলতে আমরা কি বুঝলাম?
    Profits = Corporate Tax + Retained earnings (Undistributed profits) + Dividend
     
    Compensation of Employees কি?
     
    ধর তোমার কোনো কোম্পানি আছে। তুমি তাদের কিভাবে দক্ষিণা দেবে? নগদে দেবে— Salaries / wages in cash, অথবা ঘটি বাটি মোবাইল ফোন দেবে—
    Salaries/ wages in kind, অথবা প্রভিডেন্ড ফাণ্ড বা গ্র্যাটুয়িটি দেবে—
    Employer contribution to Social security scheme
     
    তাহলে Compensation of Employees বলতে কি বুঝি?
     
    Compensation of Employees= Salaries / wages in cash+
    Salaries/ wages in kind+
    Employer contribution to Social security scheme
     
    Mixed income of Self employed কি?
     
    সবাই তো আর চাকরি করে না। কেউ রিক্সা চালায়, কেউ চপ ভাজে আবার কেউ পানের দোকানে বসে চুনা লাগায়।
     
    এদের আয়কে বলা হয় Mixed income of Self employed
    এইবারে এই ৬ টা উপাদান যোগ করলে আমরা পেয়ে যাব NDP at factor cost
    অর্থাৎ NDP at factor cost = Rent +Royalty + Interest + Profits + Compensation of Employees + Mixed income of Self employed
     
    এতো গেল দেশের ভেতরের ব্যাপার। কিন্তু বিদেশে যা আয় হচ্ছে অথবা বিদেশে যে টাকা চলে তার হিসাবটা কি হবে?
     
    অর্থাৎ Factor Income From Abroad (FIFA) এবং
    Factor Income to Abroad (FITA) টাও হিসাবের আওতায় আনতে হবে। এই দুইয়ের বিয়োগফলকে বলে Net Factor income from abroad (NFIA)
    কাজেই NFIA = ( FIFA—FITA )
     
    এটাকে উপরের ৬ টা উপাদানের সাথে যোগ করলেই আমরা পেয়ে যাব Net National Product at factor cost (NNP at factor cost)
    অর্থাৎ আমাদের জাতীয় আয়ের হিসাবটা হল
    NNP at factor cost = NDP at factor cost+ NFIA

    Please subscribe here to get all future updates on this post/page/category/website

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

     WBCS Foundation Course Classroom Online 2024 2025 WBCS Preliminary Exam Mock Test WBCS Main Exam Mock Test WBCS Main Language Bengali English Nepali Hindi Descriptive Paper