• Home /Exam Details (QP Included) / Few Important Concepts of Indian Parliament
  • Few Important Concepts of Indian Parliament

    By Sri Dipayan Ganguly , WBCS Gr A


    এর মানে হল Executive এর দায়িত্বভার নিতে Legislature এর সদস্য হওয়া বাধ্যতামূলক। মন্ত্রীরা Executive কে নিয়ন্ত্রণ করার যে অধিকার পান, সেটি তাঁকে ভোটে জিতে আইনকক্ষের গদি লাভ করে তবে পেতে হয়। এটি হল Double membership.Continue Reading Few Important Concepts of Indian Parliament

    Extraterritorial powers of Parliament

    সংবিধানের 245(2) ধারা এটি বলছে যে দেশের যে কোনও আইনের যদি বৈদেশিক যোগসূত্র থাকে, তবে তা সম্পূর্ণভাবে বৈধ। এর মানে হল যে বিদেশে যে সমস্ত ভারতীয়রা বাস করে তাদের স্বার্থের উদ্দেশ্যে ভারত সরকারের কোনও আইন অবৈধ নয়। এটি হল 
    Extraterritorial powers, অর্থাৎ পরিসীমার বাইরেও ক্ষমতা দেখানো। 

    Cooperative Federalism

    ১৯৩৫ এর আইন অনুযায়ী কেন্দ্র ও প্রাদেশিক স্তরে আইনসভা গঠনের কথা বলা হয়েছিল। বর্তমানে কেন্দ্র ও রাজ্য ছাড়াও জেলায় ত্রি স্তরীয় শাসনব্যবস্থা রয়েছে। প্রত্যেকটি স্তরে প্রত্যেকটি বিষয়ের ওপর আলাদাভাবে আইন প্রণয়ন না করে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সুশাসনের অপর নাম হল Cooperative Federalism

    Summon

    এর মানে হল ডাকা। কাকে ডাকা? পার্লামেন্টের সদস্যদের। কে ডাকবেন? রাষ্ট্রপতি। সংবিধানের 85(1) ধারায় রাষ্ট্রপতিকে অধিকার দেওয়া হয়েছে পার্লামেন্টের অধিবেশনের জন্য সদস্যদের তলব করার। একটি অধিবেশনের শেষ ও পরেরটি শুরু হওয়ার মধ্যে যাতে ৬ মাসের বেশি ব্যবধান না থাকে, সেটিও দেখতে হয়। 

    Prorogue

    এর মানে একটি অধিবেশনের শেষ হওয়া। শুরু হলে তো শেষ করতেই হবে। একটি অধিবেশনের শেষ ও পরেরটি শুরুর মধ্যে যে সময়টি থাকে তাকে Recess বলে। 

    Dissolve

    এর মানে মেয়াদ শেষ হওয়ার আগেই ছুটি ঘোষণা করা। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সাথে আলোচনা ও পরামর্শ করে ৫ বছরের আগেই লোকসভা গুটিয়ে দিতে পারেন। তবে রাজ্যসভার সাথে এটি করা যাবে না, কারণ সেটি স্থায়ী কক্ষ। অবশ্য Emergency এর সময় লোকসভার মেয়াদ ৫ বছরের বেশি করাও সম্ভব, কারণ তখন অত খরচ করে ভোট কে করবে। ধর এটি করা হল এবং Emergency সময়কাল অতিবাহিত হয়ে গেল, তাহলে অতি অবশ্যই ছ মাসের মধ্যে আবার নির্বাচন করাতে হবে। 

    Please subscribe here to get all future updates on this post/page/category/website

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

     WBCS Foundation Course Classroom Online 2024 2025 WBCS Preliminary Exam Mock Test WBCS Main Exam Mock Test WBCS Main Language Bengali English Nepali Hindi Descriptive Paper